ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৭ জানুয়ারী ২০২৫
বাংলা : ১৪ মাঘ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ সংখ্যালঘুর বাড়িতে আগুন, ভয় কাটেনি এখনো!

সংখ্যালঘুর বাড়িতে আগুন, ভয় কাটেনি এখনো!

0
404

ঠাকুরগাঁও সদর উপজেলার একটি হিন্দু বাড়িতে ফের আগুন দেওয়া হয়েছে বাড়ির মালিক ঘটনাকে পরিকল্পিত বলে দাবি করলেও জলন্ত সিগারেট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে একই উপজেলায় এ নিয়ে তিনটি হিন্দু বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটলো। এখনো পর্যন্ত ভয় কাটেনি ভুক্তভোগিদের।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার আখানগর ইউনিয়নের ঝাপড়তলি গ্রামের আনন্দ চন্দ্র বর্মণের বাড়িতে এ ঘটনা ঘটে বলে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মফিদার রহমান জানান।

এর আগে গত শুক্রবার সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের সিংগিয়া শাহপাড়া গ্রামে কৃষ্ণ ঘোষের এবং চারদিন পর আখানগর ইউনিয়নের মধ্যঝাড়গাঁও গ্রামের যাত্রু বর্মণের বাড়িতে আগুন দেওয়া হয়।

ঘটনার বর্ণনায় বাড়ির মালিক আনন্দ চন্দ্র বর্মণ জানান,‘রাত ১০টার কিছুক্ষণ পর দেখি আমার ঘরে আগুন জ্বলছে এবং আশপাশ থেকে পেট্রোলের গন্ধ আসছে। ৫-৭ মিনিটের মধ্যে দুটো ঘর পুড়ে ছাই হয়ে যায়।’

যারা হিন্দু সম্প্রদায়ের বাড়িতে আগুন দিচ্ছে তাদের দমন করার জন্য পুলিশ প্রশাসনের সহযোগিতা এলাকাবাসী।

আগুন দেওয়ার পরও আতঙ্ক কাটেনি এলাকার সংখ্যালঘু জনগোষ্ঠির।