ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ সংখ্যালঘু নির্যাতন ও ধর্ম অবমাননার জন্য জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ...

সংখ্যালঘু নির্যাতন ও ধর্ম অবমাননার জন্য জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের বিক্ষোভ সমাবেশ

0
129

ডিসিনিউজ ।। ঢাকা

সাম্প্রতিক ঠাকুরগাঁও’র বালিয়াডাঙ্গাসহ সারাদেশে অব্যহত সাম্প্রদায়িক হামলা, হুমকি, দেব-দেবীর বিগ্রহ ভাঙচুর ও ধর্ম অবমাননার প্রতিবাদে ঢাকাসহ সারাদেশে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।

কর্মসূচি অনুসারে কেন্দ্রিয় পরিষদ ১১ ফেব্রুয়ারি ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদী ব্যানার ফেস্টুন নিয়ে অবস্থান নেয়। পরিষদের অন্যতম সভাপতি নির্মল রোজারিও’র সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে পরিষদের সেক্রেটারি অ্যাডভোকেট রানা দাশগুপ্ত মূল নিবন্ধ তুলে ধরেন। এ ছাড়াও পরিষদের অন্যতম সভাপতিমন্ডলীর সদস্য কাজল দেবনাথ, অ্যাডভোকেট সুব্রত হাজরা, সাংবাদিক বাসুদেব ধরসহ বিভিন্ন সংগঠন ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

অ্যাডভোকেট রানা দাশগুপ্ত সাম্প্রদায়িক বিভিন্ন নির্যাতনের চিত্র তুলে ধরে সরকারের পক্ষ থেকে এর প্রতিকার চান। সারা দেশজুড়ে সংখ্যালঘুদের উপর নির্যাতনসহ সাম্প্রতিক ঠাকুরগাঁও’র বালিয়াডাঙ্গাসহ সারাদেশে অব্যহত সাম্প্রদায়িক হামলা, হুমকি, দেব-দেবীর বিগ্রহ ভাঙচুর ও ধর্ম অবমাননার জন্য তিনি নিন্দা জানান। তিনি সরকারকে দ্রæত এই নাশকতা ঠেকানোর উদ্যোগ নেওয়ার আহŸান জানান।

সভাপতি নির্মল রোজারিও সংখ্যালঘুদের উপর নির্মম ঘটনাগুলোর জন্য নিন্দা জানান। তিনি এ সময় একটি অসাম্প্রদায়িক দেশ পুনর্গঠনসহ বিভিন্ন সময়ে ঘটা দুর্ষ্কীতিমূলক ঘটনার বিচার দাবি করেন। এ ছাড়াও ধলপুরে তেলেগু পল্লীর উচ্ছেদ অভিযান বন্ধ রাখার জন্য মেয়র ফজলে নূর তাপস এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।

উক্ত সমাবেশে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের পক্ষ থেকে যুগ্ম-মহাসচিব জেমস সুব্রত হাজরা, সদস্য মলয় নাথ, ভিক্টর রেসহ আরো অনেকে অংশ নেয়।

এ দিন সমাবেশ শেষে একটি বিক্ষোভ র‌্যালী বের করে আন্দোলনরত সংগঠনটি।