ঢাকা ,
বার : বৃহস্পতিবার
তারিখ : ২৬ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১২ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ সন্তানদের মানসম্মত শিক্ষায় শিক্ষিত করে তোলা প্রয়োজন: ভবানীপুরে শিক্ষা বিষয়ক সেমিনার

সন্তানদের মানসম্মত শিক্ষায় শিক্ষিত করে তোলা প্রয়োজন: ভবানীপুরে শিক্ষা বিষয়ক সেমিনার

0
541

মানসম্মত ও বহুমুখী শিক্ষা নিশ্চিত করণের লক্ষে নাটোরের ভবানীপুরে অভিভাবকদের অংশগ্রহণে একটি সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়।

কারিতাস রাজশাহী অঞ্চলের যুব ও শিক্ষক গঠন প্রকল্প এবং ধর্মপ্রদেশীয় শিক্ষা কমিশন এ সেমিনার আয়োজন করে।

১১ জুন, ভবানীপুর ধর্মপল্লীর সম্মেলন কক্ষে ফাদার যোসেফ মিস্ত্রি এসজে সেমিনার উদ্বোধন করেন।

এ সময় তিনি বলেন, ‘পিতামাতার সবচেয়ে বড় সম্পদ তার সন্তান। এ সম্পদের যত্ন নিয়ে আরো সমৃদ্ধশালী করে তুলতে পারি আমরা অভিভাবকরা।’

মানসম্মত ও বহুমুখী শিক্ষা নিশ্চিত করণে ধর্মপ্রদেশীয় শিক্ষা কমিশনের সেক্রেটারি ফাদার পল গমেজ বলেন, ‘সন্তানদের মানসম্মত শিক্ষায় শিক্ষিত করে তোলা বর্তমান সময়ের জন্য খুব প্রয়োজন। বহুমুখী শিক্ষায় ছেলেমেয়েদের আগ্রহ ও উৎসাহ জাগাতে হবে অভিভাবকদের।’ রাষ্ট্রীয় পর্যায়ে যেন আমাদের ছেলেমেয়েরা অবদান রাখতে পারে সেদিকে জোরালো বক্তব্য দেন তিনি

তিনি আরো বলেন, ‘আজ আমরা সন্তানের জন্য যা বিনিয়োগ করব ভবিষ্যতে তারা আমাদের তা ফিরিয়ে দিবে।’

নাটোরের বনপাড়া সেন্ট যোসেফস্ স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক ফাদার প্রবাস রোজারিও এসজে বলেন, ‘বর্তমান শিক্ষা ব্যবস্থার আলোকে আমাদের সন্তানদের শিক্ষার সার্বিক অবস্থা সন্তোষজনক নয়।ছেলেমেয়েদের এগিয়ে যেতে হবে নির্দিষ্ট লক্ষে। লক্ষ্যহীন শিক্ষাযাত্রায় তারা বেশি সাফল্য পাচ্ছে না।’

মুক্তা গমেজ তার তৃতীয় শ্রেণিতে পড়া ছেলের সম্পর্কে ডিসিনিউজকে বলেন, ‘গণিত ও ইংরেজিতে পারদর্শী ছেলে তার মেধানুযায়ী যে বিষয়ে পড়াশুনা করতে চায় আমি সেদিকে এগিয়ে যাওয়ার উৎসাহ দিব।’

আরবি/আরপি/১৪ জুন, ২০১৭