শিরোনাম :
সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকান্ড থেকে বিরত রাখতে সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই
প্রতিভা বিকাশের জন্য যারা এসব আয়োজন করে, তার জন্য যেন তাদের পড়াশোনায় কোনো ক্ষতি না হয়’ বলে মন্তব্য করেন ঢাকা ক্রেডিটের সেক্রেটারি পংকজ গিলবার্ট।
রোববার (৩ সেপ্টেম্বর) বিকাল ৪টায় সাভরের ধরেন্ডায়, সেন্ট যোসেফস্ হাই স্কুল এন্ড কলেজ মাঠে ধরেন্ডা মিশন তরুন সংঘের আয়োজনে অনুষ্ঠিত হয় ২৭তম প্রতিভার জাগরণের সমাপনী ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. নমিতা হালদার। এ ছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তা, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও, কণ্ঠশিল্পী অরুনা মুক্তি গমেজ, ঢাকা ক্রেডিটের ট্রেজারার বিপুল লরেন্স গমেজ, বাংলদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের মহাসচিব হেমন্ত আই. কোড়াইয়াসহ আরো অনেকে।
এ দিন সেক্রেটারি কস্তা আরো বলেন, ‘আমরা খ্রিষ্টমন্ডলী ক্ষুদ্রগোষ্ঠি হলেও আমরা চেষ্টা করলে দেশের উচ্চ পর্যায়ে স্থান করে নিতে পারি। প্রতি জায়গায় আমাদের প্রতিযোগিতা করতে হয় এবং টিকে থাকতে হয়।’
নির্মল রোজারিও বলেন, অভিভাবকদেরকে সন্তানদের সাংস্কৃতিক চর্চা ও সমাজ কল্যাণমূলক কাজের সাথে সম্পৃক্ত করতে হবে। আলোকিত সমাজ ও আলোকিত মানুষ গড়ার জন্য এই ধরনের প্রতিযোগিতার প্রয়োজন।
প্রধান অতিথির বক্তব্যে ড. নমিতা বলেন, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকান্ড থেকে বিরত রাখতে সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই। চর্চার মাধ্যেমেই নিজেকে প্রকাশ করা যায়। চেষ্টার মধ্যে দিয়ে আসে সাফল্য।
তিনি সবাইকে আহ্বান জানান, যেন তারা দেশের উচ্চ পর্যায় নিজেদেরকে প্রতিষ্ঠত করতে চেষ্টা করে।
শেষে বিজয়ীদের মধ্যে পুরুষ্কার বিতরন করা হয়।
প্রতিযোগিতায় ৬টি বিভাগে মোট ২৩৫ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। গত ৩১ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আরবি/আরপি/৪ সেপ্টেম্বর, ২০১৭