শিরোনাম :
সবাইকে ছেড়ে পরপারে চলে গেলেন ফুলমালা মধু
ডিসিনিউজ ।। ঢাকা
সবাইকে কাঁদিয়ে পরপারে চলে গেলেন ফুলমালা মধু। তিনি ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্টের ব্যক্তিগত সেক্রেটারি যিহিস্কেল মধুর মা।
৮ মার্চ, তিনি মগবাজার নিজ বাসস্থানে অসুস্থতাজনিত কারণে প্রাণত্যাগ করেন। ফুলমালা মধু প্রায় দেড় বছর ধরে স্ট্রোকে আক্রান্ত হয়ে শয্যাগত ছিলেন। তার মৃত্যতে শোক জানিয়েছেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, সেক্রেটারি জন মাইকেল গমেজ এবং কর্মীদের পক্ষ থেকে প্রধান নির্বাহী অফিসার লিটন টমাস রোজারিও। তারা বিদেহীর আত্মার কল্যাণ কামনা করেন এবং শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
ফুলমালা মধু গোপালগঞ্জ জেলার লেবুবাড়ীতে জন্মগ্রহণ করেন। তার স্বামীর নাম শিশুদান মধু। মৃত্যুকালে তিনি আট সন্তান ও অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
৯ মার্চ, মগবাজার সেন্ট থোমাস চার্চে তার আত্মার কল্যাণে অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ দিন ঢাকা ক্রেডিটের পক্ষ থেকে সিও স্বপন রোজারিও’র নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়।
১০ মার্চ, ফুলমালার নিজবাড়ী লেবুবাড়ীতে শেষকৃত্যানুষ্ঠানের পর সমাহিত করা হবে।