শিরোনাম :
সমবায়ী নেতৃবৃন্দের আত্মার কল্যাণে প্রার্থনা
ডিসিনিউজ ॥ ঢাকা
সমবায়ে অবদান রেখে যারা আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রেখেছেন কিন্তু এই পৃথিবীতে আর নেই, তাঁদের আত্মার কল্যাণে প্রার্থনা করা হয়।
৩০ অক্টোবর ঢাকা দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রীষ্টান কো-অপারেটিভ লিমিটেড-এর চেয়ারম্যান নির্মল রোজারিও, ঢাকা ক্রেডিটের সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া ও ট্রেজারার পিটার রতন কোড়াইয়া তেজগাঁও খ্রিষ্টান কবরস্থানে সম্প্রতি করোনায় মারা যাওয়া ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট হিউবার্ট গমেজের আত্মার কল্যাণে প্রার্থনা করেন। তাঁরা আরো প্রার্থনা করেন সমবায়ে যাঁরা সেবা দিয়ে প্রয়াত হয়েছেন তাঁদের আত্মার কল্যাণে।