শিরোনাম :
সমবায়ের নবনিযুক্ত নিবন্ধক ও মহাপরিচালকের সাথে ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্টের সাক্ষাৎ
ডিসিনিউজ ॥ ঢাকা
সমবায় অধিদপ্তরের নবনিযুক্ত নিবন্ধক ও মহাপরিচালক ড. মো: হারুন-অর-রশিদ বিশ্বাসের সাথে এক সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা।
১৩ জুলাই আগারগাঁওস্থ সমবায় অধিদপ্তরের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ কালে আরও উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের প্রধান নির্বাহী কর্মকর্তা লিটন টমাস রোজারিও, সমবায় অধিদপ্তরের অতিরিক্ত নিবন্ধক (প্রশাসন, মাউস ও ফাইন্যান্স) মো: আহসান কবীর, ঢাকা বিভাগীয় যুগ্ম নিবন্ধক মো: রিয়াজুল কবীর, ঢাকা বিভাগীয় উপ নিবন্ধক (প্রশাসন) মোছা: নূর-ই-জান্নাত প্রমুখ।
নব নিযুক্ত সমবায়ের নিবন্ধক ও মহাপরিচালক ড. মো: হারুন-অর-রশিদ বিশ্বাস সমবায়ের সাবেক নিবন্ধক ও মহাপরিচালক মো: আমিনুল ইসলামের স্থলাভিষিক্ত হয়েছেন। সম্প্রতি মো: আমিনুল ইসলাম বাংলাদেশ পেট্রোলিয়াম ইন্সটিটিউট, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মহাপরিচালকের নতুন দায়িত্ব লাভ করেছেন।
সাক্ষাৎকালে সমবায়ের মহাপরিচালকে ঢাকা ক্রেডিটের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণা দেন সমিতির প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা। সমবায় আন্দোলন আরও ভালো করার জন্য ড. মো: হারুন-অর-রশিদ বিশ্বাস সর্বাত্মক সহযোগিতা করবেন বলে আশস্ত করেন। এ ছাড়া সমবায়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন নেতৃবৃন্দ।