ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ সমবায়ীদের নিয়ে ভ্রাম্যমান সমবায় প্রশিক্ষণ

সমবায়ীদের নিয়ে ভ্রাম্যমান সমবায় প্রশিক্ষণ

0
499

‘সমবায়ে গড়ব দেশ, স্বনির্ভর বাংলাদেশ’ শ্লোগানে ঢাকা জেলার তেজগাঁও থানাধীন সমবায়ী সদস্যদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে ভ্রম্যমান সমবায় প্রশিক্ষণ।

৮ আগস্ট (বুধবার) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ঢাকা ক্রেডিটের বিকে গুড কনফারেন্স হলে ঢাকা জেলা সমবায় কার্যালয়ের ভ্রাম্যমান প্রশিক্ষণ ইউনিটের আয়োজনে এবং মেট্রোপলিটন থানা সমবায় কার্যালয়, তেজগাঁওয়ের মাধ্যমে এ প্রশিক্ষণ বাস্তবায়ন করা হয়।

অনুষ্ঠানে ঢাকা জেলার সমবায় অফিসার নিয়ামুল বাশার, ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ, সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তা, ক্রেডিট কমিটির সদস্য জেমস্ নিখিল দাসসহ তেজগাঁও থানা সমবায় কার্যালয়ের অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় প্রশিক্ষণের এর পাশাপাশি বিভিন্ন প্রশ্নেরও বিস্তারিত আলোচনা করেন বিশিষ্টজনেরা।

আলোচনায় অংশ নেন প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ, সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তা এবং জেলা অফিসার নিয়ামুল বাশার॥