ঢাকা ,
বার : বৃহস্পতিবার
তারিখ : ২৬ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১১ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক এবং উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে ঢাকা ক্রেডিটের প্রতিনিধি...

সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক এবং উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে ঢাকা ক্রেডিটের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

0
1307

১৩ আগস্ট ঢাকা ক্রেডিটের প্রতিনিধি দল সমবায় অধিদপ্তরে নিবন্ধক ও মহাপরিচালক আব্দুল মজিদ এবং উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করেন।

ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন ঢাকা ক্রেডিটের সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তা, ডিভাইন মার্সি জেনারেল হাসপাতালের সিইও মেজর জেনারেল (অব:) জন গমেজ, ঢাকা ক্রেডিট রিসোর্ট এন্ড ট্রেনিং সেন্টারের প্রজেক্ট ডিরেক্টর উইং কমান্ডার (অব:) খ্রীষ্টফার অধিকারী, সমিতির সিও সুদান গাইন, সেক্রেটারিয়েট ম্যানেজার স্বপন রোজারিও, ডিসি মিডিয়া বিভাগের ম্যানেজার রাফায়েল পালমা।

এ সময় প্রেসিডেন্ট গমেজ ডিভাইন মার্সি জেনারেল হাসপাতালের সিইও এবং রিসোর্ট এন্ড ট্রেনিং সেন্টারের পিডিকে সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক এবং উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে পরিচয় করিয়ে দেন।

প্রতিনিধি দল এ সময় ঢাকা ক্রেডিটের প্রকল্পসমূহ নিয়ে কর্মকর্তাদের সাথে আলোচনা করেন। বিশেষ করে ডিভাইন মার্সি জেনারেল হাসপাতাল ও রিসোর্ট এন্ড ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠার বিষয়ে মহাপরিচালক এবং কর্মকর্তাদের নিকট তুলে ধরেন।

আলোচনাকালে হাসপাতাল এবং রিসোর্টের উপর ডকুমেন্টরী ও থ্রিডি এনিমেশন প্রদর্শন করা হয়।

পূর্বাচলের সন্নিকটে গাজীপুরের মঠবাড়ীতে ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল প্রতিষ্ঠা এবং আধুনিক রিসোর্ট এন্ড ট্রেনিং সেন্টার স্থাপনকে মহাপরিচালকসহ কর্মকর্তারা আকুন্ঠ সমর্থন জানান।

এ সময় তারা বলেন, ‘একমাত্র ঢাকা ক্রেডিটই পারে হাসপাতালের মতো কোনো প্রকল্প বাস্তবায়ন করতে।’

 

ডিভাইন মার্সি জেনারেল হাসপাতাল এবং রিসোর্ট এন্ড ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠায় সমবায় অধিদপ্তর সমর্থন ও সহযোগিতা দেওয়ার বিষয়ে অগ্রাধিকার দিবে বলে জানান মহাপরিচালকসহ অন্যান্য কর্মকর্তারা।

প্রতিনিধি দল সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক আব্দুল মজিদ, অতিরিক্ত নিবন্ধক মো. আসাদুজ্জামান, যুগ্মনিবন্ধক লুৎফর রহমান, যুগ্মনিবন্ধক মো. আহসান কবির, জেলা সমবায় অফিসার মোল্লা মো. নিয়ামুল বাশারসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ এবং আলোচনা করেন॥

আরবি.আরপি. ১৩ আগস্ট ২০১৮