শিরোনাম :
সমবায় আন্দোলনে ঢাকা ক্রেডিট অগ্রপথিক: দুদকের মহাপরিচালক
ডিসি নিউজ:
আজ সন্ধ্যায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) নবনিযুক্ত মহাপরিচালক এ কে এম সোহেল ঢাকা ক্রেডিটের কর্মকর্তাদের সাথে এক সৌজন্য সাক্ষাৎ করেছেন। ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ এবং কর্মকর্তাগণ তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
ঢাকা ক্রেডিটের পক্ষ থেকে শুভেচ্ছা জানানোর জন্য দুদক মহাপরিচালক এ কে এম সোহেল সমিতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমাকে আশির্বাদ করবেন যেন আমার উপর অর্পিত দায়িত্ব আমি ভালভাবে পালন করতে পারি।’
তিনি উল্লেখ করেন, মানুষের জীবন সময় দিয়ে পরিমাপ করা যায় না কিন্তু মানুষের জীবন পরিমাপ করা উচিত কাজ দিয়ে। দুদকের মাধ্যমে সারা বাংলাদেশে কাজ করার সুযোগ রয়েছে।
সম্প্রতি দায়িত্ব প্রাপ্ত দুদক মহাপরিচালক ঢাকা ক্রেডিটের কার্যক্রমের সন্তুষ্টি প্রকাশ করে বলেন, ‘সমবায় আন্দোলনে ঢাকা ক্রেডিট অগ্রপথিক। আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে এই প্রতিষ্ঠানটি। ঢাকা ক্রেডিট খ্রিষ্টান কমিউনিটির সর্ব বৃহৎ প্রতিষ্ঠান। আমার প্রত্যাশা ক্রেডিট ইউনিয়ন যেন কোন প্রকার অন্যায় দ্বারা আক্রান্ত না হয়। কোন স্বার্থান্বেষী মহল দ্বারা যেন ঢাকা ক্রেডিটের কার্যক্রম বিঘ্নিত না হয়।’
‘আমি বিশ্বাস করি আপনাদের ঐক্যবদ্ধ প্রয়াসে কল্যাণ নিশ্চত হবে যা ঈশ্বরের বেশী পছন্দের,’ যোগ করেন তিনি।
ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মাকুজ গমেজের বাল্যবন্ধু ও বিশ্ববিদ্যালয়ে জীবনের রুমমেট এ কে এম সোহেল বাবু মার্কুজের প্রশংসা করে বলেন, ‘আমি বাবুর মধ্যে কোন দিন অহংকার দেখিনি। আমি তাঁর জন্য প্রার্থনা করি তিনি যেন তাঁর দায়িত্ব ভালোভাবে পালন করতে পারেন।’
দুদক মহাপরিচালককে সম্ভাষণ জানাতে আরো উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট শীরেন সিলভেষ্টার গমেজ, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রিয় কার্যনির্বাহী কমিটির সদস্য উপাধ্যক্ষ রেমন্ড আরেং প্রমুখ।