শিরোনাম :
সমবায় সমিতিতে ঋণ খেলাপি বড় চ্যালেঞ্জ: বক্তাদের অভিমত (ভিডিও)
আজ দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রীষ্টান কো-অপারেটিভস্ (কাককো) লিমিটেডের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সমবায়ী নেতৃবৃন্দ বলেছেন, সমবায় সমিতিগুলোতে ঋণ খেলাপি বড় একটা চ্যালেঞ্জ।
কাককোর নির্বাচনে চেয়ারম্যান ও সেক্রেটারি নির্বাচিত হয়েছেন যথাক্রমে নির্মল রোজারিও ও ডমিনিক রঞ্জন পিউরিফিকেশন। কাককো’র নবনিযুক্ত ভাইস-চেয়ারম্যান অনিল লিও কস্তা, ট্রেজারার প্রদীপ সরকার নির্বাচিত হয়েছেন। সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন টমাস রোজারিও, মাইকেল জন গমেজ, বেনেডিক্ট ডি’ক্রুজ, রুবেন গোনছালভেজ, ডেভিড রোজারি, পৌল প্রেমশন ম্রং, কাজল শিমন ডি’কস্তা ও পংকজ লরেন্স কস্তা।
ঢাকার বটমলি হোমস স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত কাককোর বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ, সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তা, দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেড-এর সেক্রেটারি ইম্মানুয়েল বাপ্পি মন্ডল, কাককো’র কর্মকর্তাগণ এবং দেশের বিভিন্ন স্থান থেকে আসা কাককো’র সদস্য সমিতির প্রতিনিধিগণ।
আরো পড়ুন: ইতিহাসে সর্বপ্রথম ঢাকা ক্রেডিট অ্যাপ
স্বাগত বক্তব্যে কাককোর চেয়ারম্যান নির্মল রোজারিও বলেন, ‘সমবায় সমিতিগুলোর মাধ্যমে সদস্যরা অনেক উপকৃত হচ্ছেন, পাশাপাশি খেলাপি ঋণের পরিমাণ বেড়ে যাচ্ছে। খ্রিষ্টান সমাজ ঋণ নির্ভর হয়ে যাচ্ছে। অনুৎপাদনশীল খাতে সদস্যরা ঋণ নিচ্ছেন, ঋণ পরিশোধে সামর্থ না থাকলেও একাধিক সমিতি থেকে ঋণ নিচ্ছেন, ফলে তারা ঋণে আষ্টেপিষ্টে জড়িয়ে যাচ্ছেন।’
তিনি জানান, সমবায় সমিতিগুলোতে খেলাপী ঋণের পরিমাণ গড়ে ২০ ভাগ। সমবায় আন্দোলনে এটা বড় একটা চ্যালেঞ্জ।
তিনি সমবায়ী নেতাদের উদ্দেশে বলেন, ‘প্রথম খ্রিষ্টপ্রসাদ গ্রহণ, জন্মদিন পালন, বিবাহ বার্ষিকী উদযাপনের মত বিষয়ে ঋণ নিয়ে অনেকে ঋণগ্রস্ত হচ্ছেন। এইসব বিষয়ে সদস্যদের সতর্ক করতে হবে আপনাদের’।
আরো পড়ুন:ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজের সাক্ষাৎকার
ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ বলেন, সমবায় সমিতিগুলোতে নেতৃত্বের পরিবর্তন হলে কাককো থেকে সদস্য পদ প্রত্যাহার করে, এটা কাককোর জন্য একটা চ্যালেঞ্জ। আমদের ভিন্ন মত থাকতে পারে, চিন্তা চেতনায় পার্থক্য থাকতে পারে কিন্তু প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য সেই মত পার্থক্য যেন না থাকে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেমস সুব্রত হাজরা, ঢাকা ক্রেডিটের সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তা, দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেড-এর সেক্রেটারি ইম্মানুয়েল বাপ্পি মন্ডল প্রমুখ।
২০০৭ সনে যাত্রা শুরু করা কাককো হচ্ছে ঢাকা বিভাগের মধ্যে খ্রিষ্টানদের দ্বারা পরিচালিত সমবায় সমিতিগুলোর কেন্দ্রীয় সংগঠন। এর কাজ হচ্ছে সদস্য সমিতিগুলোকে অভ্যন্তরীণ অডিটে সহায়তা করা, প্রশিক্ষণ প্রদান করা, মূলধন সরবরাহ করা, ঋণ দেওয়া ইত্যাদি। বর্তমানে ডিফল্টার বা ঋণ খেলাপী রোধে কাককো একটি সফটওয়্যার তৈরি করেছে, সেখানে ঋণ গ্রহীতাদের তথ্য থাকবে, সদস্য সমিতিগুলো এটি ব্যবহার করে ডিফল্টারদের তথ্য পেতে পারে।
আরো পড়ুন: খ্রিষ্টান সমাজের ৯ জনকে সম্মাননা দিল ঢাকা ক্রেডিট