ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ সমবায় সমিতিসমূহের নেতৃবৃন্দদের নিয়ে অনুষ্ঠিত হলো ‘সমবায় সমিতিকে কোম্পানী শ্রেণিভুক্তকরণ বিষয়ক গোল...

সমবায় সমিতিসমূহের নেতৃবৃন্দদের নিয়ে অনুষ্ঠিত হলো ‘সমবায় সমিতিকে কোম্পানী শ্রেণিভুক্তকরণ বিষয়ক গোল টেবিল বৈঠক’

0
167

ডিসিনিউজ ।। ঢাকা

১৪ অক্টোবর, হাউজিং সোসাইটির অডিটোরিয়ামে দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লি: (কালব) ও দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রিস্টান কো-অপারেটিভস্ (কাককো) লি:-এর যৌথ আয়োজনে এই গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।

এ দিন মূলমঞ্চে উপবিষ্ট ছিলেন সমবায় অধিদপ্তরের অডিট ও আইন বিভাগের অতিরিক্ত নিবন্ধক জনাব আহসান কবীর, কালবের চেয়ারম্যান আগস্টিন পিউরীফিকেশন, কাককো’র চেয়ারম্যান পংকজ গিলবার্ট কস্তা।

এ ছাড়াও মূল আলোচনায় অংশ নেন দেশসেরা সমবায় সমিতি দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা (ঢাকা ক্রেডিট)-এর প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, সেক্রেটারি মাইকেল জন গমেজ, দি মেট্রোপলিটন খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি:’র সেক্রেটারি ইমানুয়েল বাপ্পী মন্ডল, ভাইস-চেয়ারম্যান অপূর্ব যাকোব রোজারিও, কাককোর ভাইস-চেয়ারম্যান অনিল লিও কস্তা, সেক্রেটারি টুটুল রড্রিক্সসহ বিভিন্ন সমবায় প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।

উক্ত গোল টেবিল বৈঠকে বক্তারা সমবায় সমিতির উপর সরকারের কোম্পানী আইন প্রয়োগের বিষয়টি উল্লেখ করে বলেন, ‘এই কোম্পানী আইন যেন সমবায়ের উপর প্রয়োগ না হয়, প্রয়োজনে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।


বক্তারা আরো বলেন, ‘সমবায় সমিতির উপর যদি উক্ত কোম্পানী আইন বলবৎ থাকে, তাহলে এক সময় হয়তো সমবায় সমিতির কোনো অস্তিÍত্বই থাকবে না। কোম্পানী আইন থেকে বের হয়ে আসতে কালব্ কর্তৃক নিবন্ধিত সকল সমবায় সমিতির একত্রিতভাবে কাজ করতে হবে।