ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট সমিতির সেবাকেন্দ্র-বিভাগগুলোকে প্রতিযোগিতামূলক সুবিধা গ্রহণ করতে হবে

সমিতির সেবাকেন্দ্র-বিভাগগুলোকে প্রতিযোগিতামূলক সুবিধা গ্রহণ করতে হবে

0
400
সমিতির সেবাকেন্দ্র-বিভাগগুলোকে প্রতিযোগিতামূলক সুবিধা গ্রহণ করতে হবে

নিজস্ব সংবাদদাতা:

ঢাকা ক্রেডিটের ম্যানেজার-ইনচার্জদের মাসিক সভায় বক্তারা সমিতির সেবাকেন্দ্র ও বিভাগগুলোকে প্রতিযোগিতামূলক সুবিধা গ্রহণ করার পরামর্শ দেন। ম্যানেজার-ইনচার্জদের সঠিক কর্ম-পরিকল্পনা গ্রহণ করে তা বাস্তবায়নের মাধ্যমে সমিতির কার্যক্রমকে গতিশীল করার দিকনির্দেশনাও তারা প্রদান করেন। সভায় ম্যানেজার-ইনচার্জদের ক্ষমতায়নের তাগিদ সৃষ্টি করা হয়।

আরো পড়ুন: ডাউনলোড করুন ঢাকা ক্রেডিট অ্যাপ, সুবিধা নিন

১৪ জুলাই সকাল ১১টায় ঢাকা ক্রেডিটের প্রধান কার্যালয়ের বিকে গুড কনফারেন্স হলে ঢাকা ক্রেডিটের কর্ম এলাকার চারটি জেলার সেবাকেন্দ্র ও প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় ৩০ জন ম্যানেজার-ইনচার্জ এই সভায় উপস্থিত ছিলেন।
সভা পরিচালনার করেন সমিতির সিইও লিন্টু খৃষ্টফার গমেজ এবং তাঁকে সহযোগিতা করেন এসিইও লিটন টমাস রোজারিও ও অন্যান্য সিওগণ। তাঁরা সকলকে নানা দিকনির্দেশনা প্রদান করে কাজের গতিকে ত্বরান্বিত করার তাগিদ সৃষ্টি করেন।
সিইও লিন্টু গমেজ গত ৩ জুলাই সমিতির ৬৪তম প্রতিষ্ঠাবার্ষির্কী সফলভাবে পালনের জন্য কর্তৃপক্ষের সন্তুষ্টির কথা উল্লেখ করে সবাইকে ধন্যবাদ জানান।
নিয়মিত এই মাসিক সভার বিভিন্ন এজন্ডার মধ্যে ছিল ২০১৯-২০ অর্থবছরের বাজেট প্রস্তুতকরণ, সকল কর্মীর সমন্বয়ে আগস্টের ২২-২৪ তারিখে শিক্ষা সফর, প্রতিদিনের কার্যক্রমের রিপোর্ট প্রতিদিন সন্ধ্যায় সংশ্লিষ্ট সুপারভাইজরের নিকট প্রেরণ, ঢাকা ক্রেডিটের নতুন এ্যাপকে সকল সদস্যের কাছে পৌঁছে দেওয়া, ঢাকা ক্রেডিটের প্রধান কার্যালয়সহ সকল সেবাকেন্দ্রে অতি শীঘ্র এটিএম বুথের যাত্রা শুরু করা ও সমিতির আদর্শ সদস্যদের ঢাকা ক্রেডিটের ক্রেডিট কার্ড প্রদান করা।
উল্লিখিত যুগান্তকারী পদক্ষেপগুলোর কথা উল্লেখ করে সমিতির সিইও বলেন, ‘শুধু বিশ্বাসের ওপর সমিতি চলবে না, বিশ্বাস করতে হবে এবং নিয়মিত নজরদারিও করতে হবে।’ তিনি সকল ম্যানেজারকে ক্ষমতায়ন করে চলমান কাজের ওপর নজরদারি বৃদ্ধির জন্য জোর দেন এবং আয়ের মাত্রা বৃদ্ধি করে স্ব স্ব সেবাকেন্দ্র পরিচালনা দায়িত্ব গ্রহণের বিষয়ও আলোচনা করেন।
এসিইও লিটন টমাস রোজারিও বলেন, ‘আমরা কিন্তু ঢাকা ক্রেডিটের থেকে বিচ্ছিন্ন মানুষ নই। আমাদের সবাইকে পেশাগত স্বার্থ নিয়ে কাজ করতে হবে। প্রত্যেক ম্যানেজার-ইনচার্জকেই নিজ নিজ অবস্থানের কাজগুলো নিষ্ঠার সাথে সম্পন্ন করতে হবে।’ তিনি সেবাকেন্দ্রের অধীন প্রকল্পগুলোর দেখভাল করার কথাও স্মরণ করিয়ে দেন।

আরো পড়ুন: ২৪ জন যুবক পেলেন ড্রাইভিং লাইন্সেস

সভা শেষে হাসনাবাদ সেবাকেন্দ্রের ইনচার্জ জেমস আনজুস ডিসি নিউজকে বলেন, ‘আজকের সভা গতানুগতিক মাসিক সভা থেকে অন্যরকম মনে হয়েছে। যেসব এজেন্ডা নিয়ে আলোচনা হলো, সেগুলো বাস্তবায়িত হলে সমিতির আদল বদলে যাবে। সমিতির সেবা সম্বন্ধে সদস্যদের ধারণা পাল্টে যাবে।’
অন্যান্য সিওদের মধ্যে উপস্থিত ছিলেন জোনাস গমেজ, সুদান গাইন ও সুইটি সি পিউরীফিকেশন।
আরপি/এসসি/১৪/০৭/২০১৯

আরো পড়ুন:

ফাদার পরিমল ফ্রান্সিস পেরেরা সিএসসি আর নেই 

স্বপ্ন যাবে বাড়ি আমার!

টিনের ঘর থেকে অট্টালিকা 

শেরপুরে খ্রিষ্টান কিশোরীর ধর্ষণের মামলা তুলে নিতে জীবননাশের হুমকি

বিশ্বে যোগাযোগের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন ভাল ইংরেজি জানা

ঢাকার ক্রেডিটে নিয়োগ বিজ্ঞপ্তি

খ্রিষ্টান সমাজের ৯ জনকে সম্মাননা দিল ঢাকা ক্রেডিট