শিরোনাম :
সম্পন্ন হলো চট্টগ্রামের নবনিযুক্ত আর্চবিশপ সুব্রত’র অধিষ্ঠান অনুষ্ঠান
রবীন ভাবুক ।। ডিসিনিউজ
ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে চট্টগ্রাম আর্চডায়োসিসের নবনিযুক্ত আর্চবিশপ লরেন্স সুব্রত হাওলাদার সিএসসি’র অধিষ্ঠান অনুষ্ঠান সম্পন্ন হলো।
২২ মে, সকাল ৯টায় পবিত্র জপমালা রাণীর ক্যাথিড্রাল চার্চে আর্চবিশপ সুব্রত’র অধিষ্ঠান খ্রিষ্টযাগ অনুষ্ঠিত হয়। আর্চবিশপ সুব্রত’র সাথে উপস্থিত ছিলেন ভাটিকানের ঢাকাস্থ রাষ্ট্রদূত আর্চবিশপ জর্জ কোচেরী, ঢাকার আর্চবিশপ বিজয় এন. ডি’ক্রুজ ওএমআই ও কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও সিএসসিসহ বিভিন্ন ধর্মপ্রদেশের বিশপ, ব্রতধারী-ব্রতধারিনীগণ।
২১ মে বিকেল ৫টায় আর্চবিশপ লরেন্স সুব্রত হাওলাদার সিএসসিকে বরণ করে নেয় চট্টগ্রামের খ্রিষ্টভক্তগণ। স্থানীয় কৃষ্টির মাধ্যমে আর্চবিশপকে এ সময় বরণ করা হয়। এরপর আর্চবিশপের মঙ্গল কামনায় অনুষ্ঠিত হয় পবিত্র সাক্রামেন্তের আরাধনা।
মূলত কোভিড-১৯ এর কারণে আর্চবিশপের অধিষ্ঠান অনুষ্ঠানটি সীমিত পরিসরে সম্পন্ন করা হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটান আর্চডায়োসিসের ফেইজবুক পেইজে উক্ত অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে খ্রিষ্টভক্তদের অংশগ্রহণের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ।
এর আগে ফেব্রুয়ারির ১৯ তারিখ রোম থেকে দুপুর ১২টায় এবং বাংলাদেশ সময় বিকেল ৫টায় পূণ্যপিতা পোপ ফ্রান্সিস আর্চবিশপ হিসেবে বিশপ সুব্রত’র নাম ঘোষণা করেন। চট্টগ্রাম আর্চডায়োসিস হিসেবে ঘোষণা হওয়ার পর তৎকালীন বিশপ মজেস মন্টু কস্তা সিএসসিকে পোপ ফ্রান্সিস আর্চবিশপ হিসেবে দায়িত্বভার অর্পণ করেছিলেন। গত বছর কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে তিনি প্রাণত্যাগ করলে দীর্ঘদিন পর বরিশালের বিশপ সুব্রতকে চট্টগ্রামের আর্চবিশপ হিসেবে মনোনয়ন দেওয়া হয় এবং আজ তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
বিশপ সুব্রত ১১ সেপ্টেম্বর ১৯৬৫ খ্রিষ্টাব্দে বরিশালে জন্মগ্রহণ করেন। ৩১ ডিসেম্বর ১৯৯৪ সালে যাজকাভিষেক লাভ করেন। ২০০৯ খ্রিষ্টাব্দে চট্টগ্রামের সহকারী বিশপ হিসেবে দায়িত্ব নেন এবং ২০১৬ খ্রিষ্টাব্দে নতুন ধর্মপ্রদেশ বরিশালের প্রথম বিশপ হিসেবে দায়িত্বগ্রহণ করেন।
আর্চবিশপ লরেন্স সুব্রত হাওলাদার সিএসসি চট্টগ্রাম আর্চডায়োসিসের দ্বিতীয় আর্চবিশপ হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন।