ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ সম্পন্ন হল‌ো দ‌ি খ্রীষ্ট‌িয়ান ক‌ো অপার‌েট‌িভ থ্রিপ্ট এন্ড ক্রেড‌িট ইউন‌িয়ন লিঃ এর...

সম্পন্ন হল‌ো দ‌ি খ্রীষ্ট‌িয়ান ক‌ো অপার‌েট‌িভ থ্রিপ্ট এন্ড ক্রেড‌িট ইউন‌িয়ন লিঃ এর নির্বাচন

0
798

ম্যাগডেলিন ডি’সিলভা ।। চট্টগ্রাম

দীর্ঘ প্রতীক্ষা আর শত বাধা পাড় হয়ে ২২ জানুয়ারি অনুষ্ঠিত হয় চট্টগ্রামের খ্রিষ্টানদের একমাত্র অর্থনৈতিক প্রতিষ্ঠান দি খ্রীষ্টিয়ান কো অপারেটিভ থ্রিপ্ট এন্ড ক্রেডিট ইউনিয়ন লিঃ-এর নির্বাচন।

যারা ফেব্রুয়ারি ২০২০ পর্যন্ত ঋণের কিস্তি ও সুদ পরিশোধ এবং ডিসেম্বর, ২০২০ পর্যন্ত শেয়ার সঞ্চয় জমা করেছেন, শুধুমাত্র তারাই এবারের নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছেন। প্রায় ৪ হাজার সদস্যের মধ্যে মাত্র ৮শ সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন।

নির্বাচনের সার্বিক তত্বাবধানে ছিলেন জেলা সমবায় কর্মকর্তা। নির্বাচনে হিউবার্ট ব্যাপারী- কুইন্টেন এবং এলড্রিক-ফেড্রিক প্যানেল প্রতিদ্বন্দিতা করে। ভোটগ্রহণ শেষে হিউবার্ট ব্যাপারির দল জয় লাভ করে। এতে সদস্যদের মাঝে সন্তোষ দেখা যায় এবং সকল স্তরের মানুষ তাদের শুভেচ্ছা জানায়।

চেয়ারম্যান পদপ্রার্থী হিউবার্ট ব্যাপারী ছাতা প্রতীক নিয়ে পেয়েছেন ৩৪৫ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বি চেয়ারম্যান পদপ্রার্থী এলড্রিক বিশ্বাস আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৫৯ ভোট। এলড্রিক বিশ্বাসের চেয়ে ২৮৬ ভোট বেশি পেয়ে হিউবার্ট ব্যাপারী চেয়ারম্যান হিসেবে জয় লাভ করেছেন।
ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা ও সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া ঢাকা ক্রেডিটের পক্ষে দি খ্রীষ্টিয়ান কো অপারেটিভ থ্রিপ্ট এন্ড ক্রেডিট ইউনিয়ন লিঃ-এর নব নিযুক্ত চেয়ারম্যান হিউবার্ট ব্যাপারী ও তাঁর পরিষদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

চেয়ারম্যান পদপ্রার্থী হিউবার্ট ব্যাপারী ছাতা প্রতীক নিয়ে পেয়েছেন ৩৪৫ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বি চেয়ারম্যান পদপ্রার্থী এলড্রিক বিশ্বাস আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৫৯ ভোট। এলড্রিক বিশ্বাসের চেয়ে ২৮৬ ভোট বেশি পেয়ে হিউবার্ট ব্যাপারী চেয়ারম্যান হিসেবে জয় লাভ করেছেন।