শিরোনাম :
সম্মাননায় ভূষিত হলেন ঢাকা ক্রেডিটের সেক্রেটারি পংকজ গিলবার্ট
নবাব স্যার সলিমুল্লাহ স্মৃতি পদক পেলেন ঢাকা ক্রেডিটের সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তা।
সমবায়ের ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এক জনাকীর্ণ অনুষ্ঠানে পংকজ গিলবার্ট নবাব স্যার সলিমুল্লাহ স্মৃতি পদক-২০১৮-এ ভূষিত হন।
৩০ জানুয়ারি (মঙ্গলাবার) বাংলাদেশ মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা (বামাপস) এর উদ্যোগে রাজনীতিবিদ ও সমাজ সংস্কারক নবার স্যার সলিমুল্লাহর ১০৩তম মৃত্যুবাষির্কী উপলক্ষে তোপখানা রোডের বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে ‘শিক্ষা বিস্তারে নবাব স্যার সলিমুল্লাহর অবদান’ শীর্ষক আলোচনা সভা, সম্মাননা প্রদান ও দুস্থ্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়।
বিকাল সাড়ে ৪টায় প্রধান অতিথি মাননীয় বিচারপতি সিকদার মকবুল হক (বাংলাদেশ সুপ্রিম কোর্ট) এবং সভাপতি সৈয়দ মার্গুব মোর্শেদ (সাবেক তথ্য সচিব ও চেয়ারম্যান, বিটিআরসি)-এর কাছ থেকে পংকজ গিলবার্ট এ সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, ভাষাসৈনিক রেজাউল করিম, অর্থমন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মো. জিয়াউল হাসান জামাল, বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলু, বামাপসের সভাপতি মো. রবিউল হোসেন রবি, বিভিন্ন সংগঠন, কোম্পানীর উর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ আরো অনেকে।
এ ছাড়াও অনুষ্ঠানে ঢাকা ক্রেডিটের পক্ষে উপস্থিত ছিলেন, ঢাকা ক্রেডিটের ডিরেক্টর পিটার গোমেজ ও উইলসন রিবেরু, ক্রেডিট কমিটির সেক্রেটারি সজল যোসেফ গমেজ এবং সুপারভাইজরি কমিটির সদস্য অবিনাশ নকরেক।
এ সময় সেক্রেটারি পংকজ বলেন, ‘আমাকে এই মহান ব্যক্তির স্মরণের দিনে সম্মাননায় ভূষিত করার জন্য ধন্যবাদ। এটা একটি বড় পাওয়া। আমি প্রায় ৩০ বছর ধরে সমাজ সেবা এবং সমবায়ের সাথে জড়িত। আজকের দিনে আমার কাজের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা দেওয়ার জন্য যে অনুভূতি, তা ভাষায় প্রকাশ করা যায় না।’
তিনি বলেন, ‘এটা একটি ব্যতিক্রমী অনুষ্ঠান। নবাব স্যার সলিমুল্লাহ ছিলেন একজন বিদ্যানুরাগী ও দানশীল ব্যক্তি। তার অবদান আজ আমরা কৃতজ্ঞচিত্তে স্মরণ করি। আগামী প্রজন্মের কাছে তার অবদানের কথা আমাদের পৌঁছে দেওয়া উচিত।’
এ দিন প্রধান অতিথি বিচারপতি মকবুল বলেন, ‘আমরা কমবেশি সকলেই জানি নবাব স্যার সলিমুল্লাহর অবদানের কথা। তিনি শিক্ষাক্ষেত্রে নজীরবিহীন অবদান রেখে গেছেন। ঢাকা শহরের বিভিন্ন অবদানের সাথে সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জমি এবং সেরা ইঞ্জিনিয়ারিং শিক্ষাপীঠ বুয়েটের জমি নবাব স্যার সলিমুল্লাহরই দান। এ ছাড়াও তিনি বিভিন্ন সেবামূলক অবদান রেখে গেছেন। আজ আমরা তাঁকে শ্রদ্ধা ভরে স্মরণ করি।’
সভাপতি মোর্শেদ বলেন, ‘নবাব স্যার সলিমুল্লাহ ছিলেন বিদ্যাপ্রেমিক। তিনি শিক্ষা বিস্তারে যে অবদান রেখে গেছেন তা অতুলনীয়। তিনি নিজের সম্পত্তি শিক্ষা বিস্তারে দান করে দিয়েছেন।’
এ সময় তিনি বুড়িগঙ্গা নদীর উপর নির্মিত দুটি ব্রিজের একটি নবাব স্যার সলিমুল্লাহর এবং অন্যাটি নবাব আহসানউল্লাহর নামানুসারে নামকরণ করার দাবি জানান।
অনুষ্ঠানে অন্যান্য বক্তারা নবাব স্যার সলিমুল্লাহর জীবনী এবং অবদান নিয়ে আলোচনা করেন।
এ দিন বামাপস বিভিন্ন ক্যাটাগরিতে সামাজিক অবদানের জন্য আলোকিত মানুষদের সম্মনায় ভূষিত করে। এদের মধ্যে ঢাকা ক্রেডিটের সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তা সমবায় ক্ষেত্রে অবদানের জন্য সম্মাননায় ভূষিত হন।
অনুষ্ঠানের শেষে দুস্থ্যদের মাঝে শীতবস্ত্র প্রদান করা হয়।
সেক্রেটারি পংকজ কস্তার সম্মননা লাভে ঢাকা ক্রেডিটের প্রধান কার্যালয়ে ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজের নেতৃত্বে পরিচালনা পর্ষদ তাঁকে অভিনন্দন জানান। এ সময় সেক্রেটারি কস্তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এ সময় প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ বলেন, ‘আমাদের সেক্রেটারি পংকজ কস্তার এই প্রাপ্তিতে আমরা গর্বিত। আমরা তাঁর আরো সাফল্য কামনা করি।’
আরবি/আরপি/৩০ জানুয়ারি, ২০১৮