শিরোনাম :
সম্মান ও ভালবাসা নিয়ে তাঁরা বেঁচে থাকুক
আজ আন্তর্জাতিক নারী দিবস। বিশ্বের সমগ্র নারীদের সম্মান জানিয়ে বিশ্বব্যাপী যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপিত হচ্ছে। নানা রূপে নারী আমাদের মাঝে আবির্ভূত হন। কখনো স্নেহময়ী মা হিসেবে, কখনো আদরের বোন কিংবা প্রেমময়ী সহধর্মিনী হিসেবে। নারীর হাত ধরে বিশ্ব এগিয়ে যাচ্ছে। প্রতিটি সেক্টরে নারীরা সাহসিকতা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন। কোন কোন ক্ষেত্রে পুরুষের থেকেও এগিয়ে। বিশ্ব আজ এতটা বর্ণিল তাতে তো নারী-পুরুষ দুইয়ের সম্মিলনী। আমরা চাই নারী হিসেবে নয় একজন মানুষ হিসেবে সম্মান ও ভালবাসা নিয়ে তাঁরা বেঁচে থাকবেন, এগিয়ে যাবেন। রাষ্ট্র ও সমাজ তাদের প্রতি আরো আন্তরিক ও সহনশীল হবেন এটাই কামনা। সকল নারীদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা।
এসএস/আরবি/আরপি/৭ মার্চ, ২০১৭