ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা আন্তর্জাতিক সময় এসেছে ধন্যবাদ দেওয়ার: বিদায়ী ওবামা

সময় এসেছে ধন্যবাদ দেওয়ার: বিদায়ী ওবামা

0
285

বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা।

প্রেসিডেন্ট বারাক ওবামা আমেরিকাকে এখন আগের চেয়ে ভালো অবস্থানে থাকা শক্তিশালী দেশ হিসেবে উল্লেখ করে তাঁর বিদায়ী ভাষণে বলেছেন, এবার তাঁর ধন্যবাদ দেওয়ার পালা।

১১ জানুয়ারি, বাংলাদেশ সময় আজ বুধবার  সকালে শিকাগোতে দেওয়া বিদায়ী ভাষণে ওবামা এ কথা বলেন।

নিজের আট বছরের দায়িত্ব পালনের সফলতার নানা দিক উল্লেখ করতে গিয়ে ওবামা অর্থনৈতিক পরিস্থিতি পুনরুদ্ধার, কিউবার সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন, জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ের প্রসঙ্গ টানেন।

যুক্তরাষ্ট্রে এখনো বর্ণবাদ বলবৎ আছে এটি স্বীকার করেন ওবামা। তিনি বলেন, বর্ণবাদের বিরুদ্ধে সবার আরও অনেক কিছু করার আছে।

ওবামা বলেন, নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে সুষ্ঠু ভাবে ক্ষমতা হস্তান্তর করা হবে।

এসএন/আরবি/আরপি/ ১১ জানুয়ারি, ২০১৭