শিরোনাম :
সরকারি দলের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে ঢাকা অভিমুখী রোডমার্চ ও সমাবেশ কর্মসূচি এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি পেশ
ডিসিনিউজ ।। ঢাকা
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এক্য পরিষদের ঢাকা অভিমুখী রোডমার্চ ও সমাবেশ কর্মসূচি এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি পেশ।
বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে সরকারি দল বাংলাদেশ আওয়ামী লীগ তার নির্বাচনী ইশতেহারে ধর্মীয়-জাতিগত সংখ্যালঘু ও আদিবাসী জনগোষ্ঠীর স্থার্থ ও অধিকার রক্ষায় যেসব প্রতিশ্রণতি ব্যক্ত করেছিল তার বাস্তবায়নের আন্দোলনের চতুর্থ পর্যায়ে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এঁক্য পরিষদের নেতৃত্বাধীন সংখ্যালঘু এক্যমোর্চা আগামী ৬ জানুয়ারি শুক্রবার সারাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে *চল চল ঢাকায় চল নির্বাচনী প্রতিশ্রতি বাস্তবায়ন কর’ – এ স্লোগানে ঢাকামুখী অভিযান আয়োজনের সিদ্ধান্ত নেয়। বিপুল সংখ্যক সংখ্যালঘু জনগণসহ ৩২টি সংগঠনের বিভাগীয় এবং জেলার নেতৃবৃন্দ এতে অংশ নিয়ে ৭ জানুয়ারি শনিবার দুপুরবেলা ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জমায়েত হয়, সেখানে বিশাল সমাবেশ হয়, এরপর প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি পেশ করা হয় ।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এক্য পরিষদের অন্যতম সভাপতি নির্মল রোজারিও তার ভাষণে বলেন, “তীব্র শৈত্যপ্রবাহ উপেক্ষা করে আপনারা সবাই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এসেছেন, আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। সরকারের করা প্রতিশ্রুতি আজ চার বছরের তাঁরা পূরণ করেননি। সামনে একবছর রয়েছে, আশা করি সরকার আমাদের কথা শুনবেন। আজকের এই জনসমাবেশের পর আমরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি পেশ করবো, আপনারা সবাই আমাদের সাথে থাকবেন।”
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত বলেন, “দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনের ধারাবাহিকতায় ধর্মীয়-জাতিগত সংখ্যালঘু ও আদিবাসী সংগঠনসমূহের এক্যমোর্চা বাধ্য হয়ে ৬ ও ৭ জানুয়ারি ২০২৩ দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ডাকা অভিমুখী রোড মার্চের কর্মসূচি ঘোষণা করে । উক্ত কর্মসূচির আলোকে আমরা গত ৬ জানুয়ারি ২০২৩ শুক্রবার সারাদেশ থেকে ঢাকার উদ্দেশ্যে রোড মার্চ শুরু করে আজ ৭ জানুয়ারি টাকার সোহরাওয়ার্দী উদ্যানে জমায়েত হয়েছি। জমায়েত শেষে পদযাত্রা সহকারে মাননীয় প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি পেশ করা হবে । সোহরাওয়ার্দী উদ্যানে রোডমার্চ শেষে অনুষ্ঠিত জমায়েত থেকে সরকারি দলের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিকে অধিকতর বেগবান করার লক্ষ্যে আগামী ২৪ ফেব্রুয়ারী সারা দেশের বিভাগীয় সদর, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে মশাল মিছিলের কর্মসূচি ঘোষণা করছি।”
সোহরাওয়ার্দী উদ্যানে রোডমার্চ শেষে অনুষ্ঠিত জমায়েত থেকে সরকারি দলের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি পেশ করা হয়।
২০১৮ সালের নির্বাচনী ইশতেহারে সরকারি দলের প্রতিশ্রুতিগুলো ছিল:
১) সংখ্যালঘু সুরহ্মা আইন প্রণয়ন;
২) বৈষম্য বিলোপ আইন প্রণয়ন;
৩) দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন;
৪) জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন;
৫) অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন যথাযথ বাস্তবায়ন;
৬) পার্বত্য শান্তিচুক্তি ও পার্বত্য ভূমি কমিশন গঠন;
৭) সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন;