ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৮ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা আন্তর্জাতিক সরকারী নির্দেশ অমান্য করে খ্রিষ্টযাগ উৎসর্গ করায় ভারতে ফাদার গ্রেফতার

সরকারী নির্দেশ অমান্য করে খ্রিষ্টযাগ উৎসর্গ করায় ভারতে ফাদার গ্রেফতার

0
1876

ডেস্ক নিউজ
করোনাভাইরাস সংক্রান্ত সরকারী নির্দেশ অমান্য করে খ্রিষ্টযাগ উৎসর্গ করায় ভারতে একজন ফাদার গ্রেফতার হয়েছেন। ২৩ মার্চ ঘটনাটি ঘটেছে ভারতের ক্যারেলায়। গ্রেফতার হওয়া ধর্ম যাজকের নাম ফাদার পৌল পাডেতি। তিনি ১০০ জনের বেশি খ্রিষ্টভক্ত নিয়ে পবিত্র খ্রিষ্টযাগ উৎসর্গ করছিলেন।
পরবর্তিতে ফাদার জনসম্মুখে ক্ষমা চাইলে তাঁকে জামিন দেওয়া হয়।
আটান্ন বছর বয়সী ঐ ফাদার জানান, একজন মৃত ব্যক্তির অন্ত্যেষ্টিক্রিয়ার খ্রিষ্টযাগ দিচ্ছিলেন তিনি। তিনি অনুরোধ করেছিলেন, সেখানে যেন কম মানুষ উপস্থিত থাকে। কিন্তু যখন খ্রিষ্টযাগ শেষ হলো, দেখা গেল সেখানে ১০০ জনের বেশি খ্রিষ্টভক্ত উপস্থিত আছেন। এতেই ঘটে বিপত্তি।
ক্যারেলা রাজ্য সরকার, করোনাভাইরাসের মহামারীর কারণে গণজমায়াতে সব ধরনের অনুষ্ঠান নিষিদ্ধ করে।
ওই ঘটনার পর, মুম্বাইয়ের আর্চবিশপ ও ভারতের কাথলিক বিশপ সম্মিলনীর সভাপতি কার্ডিনাল গার্জিয়াস ফাদারদের উদ্দেশে এক ভিডিও বার্তায় বলেন, যাজকরা যেন জনগণ নিয়ে কোনো খ্রিষ্টযাগ উৎসর্গ না করেন। কারো অন্ত্যেষ্টিক্রিয়ার খ্রিষ্টযাগে যেন শুধু কয়েকজন উপস্থিত থাকে এবং সেটা যেন স্থানীয় প্রশাসনের অনুমতি নিয়ে করা হয়। কার্ডিনাল ফাদারদের আরো বলেন, তারা যেন ঘরের বাইরে বের না হন। (এশিয়ানিউজ, ম্যাটারসইন্ডিয়া)