শিরোনাম :
সাঁওতাল হামলায় বিচার বিভাগীয় কমিশন চেয়ে রিট
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের ওপর হামলার ঘটনা তদন্তে বিচার বিভাগীয় কমিশন গঠনের নির্দেশনা চেয়ে আরও একটি রিট দায়ের করা হয়েছে।
আজ সোমবার ক্ষতিগ্রস্ত দুই সাঁওতালের পক্ষে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন। রিট আবেদনে বিচার বিভাগীয় কমিশন গঠন করে তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশনা চাওয়া হয়েছে। আইন সচিব, স্বরাষ্ট্র সচিবসহ ১২ জনকে রিট আবেদনে বিবাদী করা হয়েছে।
আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া বলেন, ‘এর আগে আইনি নোটিশ পাঠানো হয়েছিল। জবাব না পেয়ে আজ রিট করা হলো। আগামীকাল আবেদনটি আদালতে উপস্থাপন করা হবে।
তিনি আরও বলেন, এই আবেদনে উচ্ছেদের নামে লুটপাট, অগ্নিসংযোগ, গুলি ও হত্যা কেন বেআইনি ঘোষণা করা হবে না এই মর্মে রুল চাওয়া হয়েছে। পাশাপাশি এই ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ফৌজদারি আইনে ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, সে বিষয়েও রুল চাওয়া হয়েছে।
এর আগে গত ১৭ নভেম্বর সাঁওতালদের নিয়ে আইন ও সালিশ কেন্দ্রের আরেকটি রিটে সাঁওতালদের স্বাধীনভাবে চলাফেরা নিশ্চিত করতে ও ধান কাটার সুযোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
প্রসঙ্গত, গত ৬ নভেম্বর গোবিন্দগঞ্জে রংপুর চিনিকলের জমিতে আখ কাটাকে কেন্দ্র করে পুলিশ ও চিনিকল শ্রমিক-কর্মচারীদের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষ হয়। এতে তিন জনের মৃত্যু হয় এবং পুলিশসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়।
এর আগে গত ১৭ নভেম্বর সাঁওতালদের নিয়ে আইন ও সালিশ কেন্দ্রের আরেকটি রিটে সাঁওতালদের স্বাধীনভাবে চলাফেরা নিশ্চিত করতে ও ধান কাটার সুযোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
প্রসঙ্গত, গত ৬ নভেম্বর গোবিন্দগঞ্জে রংপুর চিনিকলের জমিতে আখ কাটাকে কেন্দ্র করে পুলিশ ও চিনিকল শ্রমিক-কর্মচারীদের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষ হয়। এতে তিন জনের মৃত্যু হয় এবং পুলিশসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়।
আরবি/আরপি/আরএসআর
২১ নভেম্বর, ২০১৬