ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৮ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ সাইমন গমেজের কবিতার বই ‘তোমার স্মৃতি ভুলা যায় না’

সাইমন গমেজের কবিতার বই ‘তোমার স্মৃতি ভুলা যায় না’

0
301

ডিসিনিউজ || ঢাকা

ঢাকা ক্রেডিটের উপদেষ্টা সাইমন গমেজের কবিতার বই ‘তোমার স্মৃতি ভুলা যায় না’ প্রকাশিত হয়েছে। এতে স্থান পেয়েছে বেশ কিছু কবিতা, গান ও গান নিয়ে একটি প্রবন্ধ। নবাবগঞ্জের দেওতলার সন্তান সফল ব্যবসায়ী সাইমন গমেজের কবিতায় উঠে এসেছে আবেগ-অনুভূতির কথা। মানব-মানবীর প্রেমের কথা যেমনি, তেমনি দেশ-মাতৃকার প্রতি প্রেমের কথাও রয়েছে বইটিতে।

বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারের শিল্পী ও গীতিকার সাইমন গমেজের গ্রন্থটিতে  ‘সঙ্গীতের উৎপত্তি’ বিষয়ক প্রবন্ধ স্থান পেয়েছে। এতে তিনি সঙ্গীতের উৎপত্তি, সুর, অক্ষর, ঠাট, সুরের উৎপত্তিসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেছেন সুচারুরূপে।

বই প্রকাশ হওয়ায় সাইমন গমেজকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা ও সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া।

সাইমন গমেজ (মাঝে) তাঁর বইটি তুলে দিচ্ছেন ঢাকা ক্রেডিটের সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়াকে (ডানে)

বইটি প্রকাশ করেছে প্রতিবেশী প্রকাশনী।