ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ সাগরদাড়ী এক্সপ্রেসের উদ্বোধন করলেন রেলমন্ত্রী

সাগরদাড়ী এক্সপ্রেসের উদ্বোধন করলেন রেলমন্ত্রী

0
388

খুলনা রাজশাহী রুটে নতুন করে চালু হয়েছে সাগরদাড়ী এক্রপ্রেস। ট্রেনটি উদ্বোধন করেন রেলমন্ত্রী মো. মুজিবুল হক।

মঙ্গলবার দুপুর আড়াইটায় খুলনা রেলস্টেশনে রেলমন্ত্রী খুলনা-রাজশাহী সাগরদাড়ী রেল সার্ভিসটির উদ্বোধনে অংশ নেয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন এমপি মিজানুর রহমান, খুলনার পুলিশ সুপারসহ আরো অনেকে। রেলমন্ত্রী বলেন, ‘দিন যতো যাচ্ছে দেশ ততো ডিজিটাল হচ্ছে। নতুন করে আরো অনেক রেল সড়ক তৈরী হচ্ছে। তিনি আরো বলেন, মোংলা টু খুলনা রেল লাইনের কাজ খুব দ্রুত সম্পন্ন হবে। এ সময় রেলমন্ত্রী খুলনা থেকে ঈশ্বরদী পযর্ন্ত খুব দ্রুত ডাবল রেললাইন করার কথা উল্লেখ করেন। এছাড়া চলতি বছরের নভেম্বর মাসে নতুন রেলস্টেশন উদ্বোনের আশ্বাসও দেন।

01খুলনার রেল স্টেশন মাস্টার বলেন, নতুন সাগরদাড়ী এক্রপ্রেসে মোট বারোটি বগি থাকছে। ট্রেনটিতে এসি চেয়ার ও শোভন চেয়ার থাকার কারনে যাত্রীরা আরো আরামদায়ক যাত্রা করতে পারবে। তিনি জানান, ট্রেনটিতে ৯৬৩ জন যাত্রী যাতায়াত করতে পারবে। এসির ৭৮টি এবং শোভনের ৮৪০টি ভ্রমণের সুযোগ রয়েছে।

বেলা ৩টায় রেলমন্ত্রী মুজিবুল সাগরদাড়ী এক্সপ্রেসটি উদ্বোধন করেন এবং ট্রেনটি রাজশাহীর উদ্দেশে রওনা দেয়।

আরবি/আরপি/২৬ এপ্রিল, ২০১৭