ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ আসছেন পোপ ফ্রান্সিস

আসছেন পোপ ফ্রান্সিস

0
494
পোপ মহোদয় যে সকল কর্মসূচীতে অংশগ্রহণ করবেন তার মধ্যে উল্লেখযোগ্য দিক হলো যুবক-যুবতীদের সাথে মতবিনিময়!

বাংলাদেশের মানুষের হৃদয় পোপ ফ্রান্সিসের তীর্থযাত্রা জন্য। যেমন বলেছিলেন কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও সিএসসি পোপ আসার প্রেস ব্রিফিংয়ে। তিনি বলেছিলেন, ‘পোপ বাংলাদেশের মানুষের হৃদয়ে তীর্থ করতে আসবেন।’ জনগণও প্রস্তুত পোপকে বরণ করতে। চূড়ান্তও করা হলো পোপ ফ্রান্সিসের বাংলাদেশে সফরকালীন অনুষ্ঠান সূচী।

(ভাতিকান এবং বাংলাদেশ) ৩০ নভেম্বর- ২ডিসেম্বর, ২০১৭

বৃহঃস্পতিবার  (৩০ নভেম্বর, ২০১৭)

১৫.০০ : ঢাকা আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ

বরণ অনুষ্ঠান

১৬.০০ : সাভারে জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন

১৬.৪৫ : বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘরে জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদন ও স্মৃতিগ্রন্থে স্বাক্ষরকরণ

১৭.৩০ : বঙ্গভবনে মহামান্য প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ

১৮.০০ : বঙ্গভবনে রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, সুশীল সমাজ ও কূটনৈতিক মহলের সাথে মিটিং, পোপ মহোদয়ের বক্তব্য

শুক্রবার  (১ ডিসেম্বর, ২০১৭)

১০.০০ : রমনার সোহওরার্দী  উদ্যানে খ্রিস্টযাগ/ খ্রিস্টধর্মীয় উপাসনা ও যাজক অভিষেক অনুষ্ঠান, পোপ মহোদয়ের বক্তব্য

১৫.২০ : ভাতিকান দূতাবাসে মাননীয় প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

১৬.০০ : ক্যাথিড্রাল পরিদর্শন

১৬.১৫ : রমনায় প্রবীণ যাজক ভবনে পোপ মহোদয়ের সাথে বাংলাদেশের বিশপদের বিশেষ মিটিং, পোপ মহোদয়ের বক্তব্য

১৭.০০ : আর্চবিশপ হাউজের মাঠে শান্তির জন্য আন্তঃধর্মীয় ও আন্তঃমান্ডলিক সমাবেশ, পোপ মহোদয়ের বক্তব্য

শনিবার   (২ ডিসেম্বর, ২০১৭)

১০.০০ : তেজগাঁয় ব্যক্তিগতভাবে মাদার তেরেজা ভবন পরিদর্শন

১০.৪৫ : যাজকবর্গ, সন্ন্যাসব্রতী, উৎসর্গীকৃত নর-নারী, সেমিনারীয়ান ও নবিসদের সমাবেশ, পোপ মহোদয়ের বক্তব্য

১১.৪৫ : তেজগাঁও করবস্থান ও পুরাতন গির্জা পরিদর্শন

১৫.২০ : নটর ডেম কলেজে যুব সমাবেশে পুণ্যপিতা পোপ ফ্রান্সিস, পোপ মহোদয়ের বক্তব্য

১৬.৪৫ : আনুষ্ঠানিক বিদায়

ঢাকা আন্তর্জাতিক বিমান বন্দর

১৭.০৫ :  রোমের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ

২৩.০০ : রোমের চামপিনো বিমান বন্দরে অবতরণ

আরবি/আরপি/১১ অক্টোবর, ২০১৭