ঢাকা ,
বার : বুধবার
তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১০ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ সাতক্ষীরায় জমে উঠেছে মৎস মেলা

সাতক্ষীরায় জমে উঠেছে মৎস মেলা

0
417

সাতক্ষীরায় শহীদ আবদুল রাজ্জাক পার্কে জমে উঠেছে মৎস মেলা। মাছ ও মৎসজাত পণ্য নিয়ে শুরু হয়েছে ৫ দিনের এই মৎস মেলা।

মেলায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ২০টি মাছ ও মৎসজাত পণ্য বিক্রিয় ছাড়াও মৎসখাতের বিভিন্ন প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে।

মেলায় দেশী বিদেশী বিভিন্ন প্রকার মাছ সরগরম। রুই, চিংড়ি, ইলিশ, ভেটকি, গজাল, পুঁটি, বোয়ালসহ নানা রকম সামুদ্রিক মাছে মেলা সেজেছে।

কর্তৃপক্ষ বরাতে জানা যায়, মেলায় প্রতি দিন ৩ থেকে ৪ লক্ষ টাকার মাছ বিক্রয় হচ্ছে।