শিরোনাম :
সাতক্ষীরায় পবিত্র শিশু মঙ্গল দিবস পালন
|| শুভ হ্যাভেন|| সাতক্ষীরা || ডিসি নিউজ
শুক্রবার সকাল ৯টায় সাতক্ষীরা ধর্মপল্লীতে প্রৈরিতিক মাস অক্টোবর মাস ২০১৯ পবিত্র শিশু মঙ্গল দিবস পালিত হয়েছে। এই দিবসে সাতক্ষীরার প্যারিসের ১৮টি ধর্মপল্লী হতে ৬ জন করে সর্ব মোট ২৫০ জন যোগদান করে।
দিবসটি ফাদার জন যোসেফ এসএক্স শুভেচ্ছা প্রার্থনার মাধ্যমে শুরু হয় । সকাল ১০ টায় প্রথম অধিবেশন শুরু হয় দিক্ষীত এবং প্রেরিত ওপর ক্লাস নেয় ফাদার জারমানু দাশ এসএক্স। ক্লাস চলাকালিন শিশুরা ফাদারের কথা মনোযোগ সহকারে শুনছিল এবং ফাদারকে এই বিষয়ের ওপর বিভিন্ন প্রশ্ন করছিল।
সকাল ১১টায় দ্বিতীয় অধিবেশন শুরু হয়। এই অধিবেশনে সেন্ট ফ্রান্সিস জেভিয়ার এবং ক্ষুদ্র সাধ্বী তেরেজার ওপরে ক্লাস নেন ব্রাদার জনী আদিত্ত বিশ^স । এর পর পবিত্র রোজারীমালা অনুষ্ঠিত হয় । দুপুর ১টায় পবিত্র খ্রিষ্টযাগ শুরু হয় এবং খ্রষ্টযাগ শেষে দুপুরের আহার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শিশু মঙ্গল দিবসটি সমাপ্তি ঘটে।