ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ সাতক্ষীরায় মাঠে মাঠে পাকা ধান: স্বপ্ন বুনছে কৃষকেরা

সাতক্ষীরায় মাঠে মাঠে পাকা ধান: স্বপ্ন বুনছে কৃষকেরা

0
286

সাতক্ষীরা সদরে দিগন্ত জোড়া মাঠগুলোতে শোভা পাচ্ছে পাঁকা ও আধা পাঁকা ধান। আর এই ধানে জন্য স্বপ্ন বুনছে জেলার কৃষকরা।

যে দিকে দু’চোখ যায় শুধু ধান আর ধান । হলকা সোনালী রং মাঠের রূপ বাড়িয়ে দিেেয়ছে বহুগুনে। এ দিকে নানা প্রতিকুলতা কাটিয়ে কৃষকেরা প্রহর গুনছে ঘরে ধান তোলার জন্য। মাঝখানে সাতক্ষীরায় হঠাৎ করে বোরো ধানে ব্লাস্ট রোগ দেখা দেওয়ায় দিশেহারা হয়ে পড়েছিল কৃষকেরা। তবে অবস্থা এখন অনেক ভাল।

জেলার কৃষকেরা বিভিন্ন এনজিও সংস্থা থেকে লোন নিয়ে বোরো আবাদ করে থাকেন। সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছরে জেলায় ৭৪ হাজার ৪৩০ হেক্টর বোরো ধানের অবাদ হয়েছে। যা লক্ষমাত্রায় চেয়ে ৬৫০ হেক্টর বেশি।

উৎপাদনের লক্ষমাত্রা নির্ধারণ ধরা হয়েছে ২ লক্ষ ৯৭ হাজার মেট্রিক টন। এদিকে বার বার প্রাকৃতিক দূর্যোগের কারণে দিশেহারা চাষীরা চলতি মৌসুমে ইতিমধ্যে কয়েকবার কাল বৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিতে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে।

কৃষকরা ডিসিনিউজকে জানানয়, ‘কিছুদিন আগে আমরা চিন্তায় ছিলাম যে মাঠের ধান ঘরে তুলতে পারবো না। এখন আমাদের আর চিন্তা নেই, ধান ঘরে উঠতে শুরু হয়েছে। এবার ধানের ব্যাপক ফলনও হয়েছে।’