ঢাকা ,
বার : রবিবার
তারিখ : ২২ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৮ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ সাতক্ষীরায় শহীদ রাজ্জাক পার্কে ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন

সাতক্ষীরায় শহীদ রাজ্জাক পার্কে ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন

0
535

মা, মাটি আর মাতৃভাষা এই তিনটি আবেগময় শব্দ বাংলার মানুষের সত্ত্বায় মিশে রয়েছে। এজন্যই রক্ত দিয়ে মাতৃভাষা বংলা রক্ষায় গর্বিত জাতি বাঙ্গালী।

ভাষার জন্য এই রক্তদান পেয়েছে আন্তজার্তিক স্বীকৃতিও। দাবি ছিল সংখ্যাগরিষ্ট মানুষের ভাষা বাংলাকে অন্যতম রাষ্টভাষা করার।
সেই দাবি এগিয়ে নিতে গিয়ে ৫২’তে দেশের দামাল ছেলেরা আত্মোৎসর্গ করে।

জাতির সূর্য সন্তানদের বিন¤্র চিত্তে সারা দেশের মতো সাতক্ষীরা শহীদ রাজ্জাক পার্কে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জনান সকল স্তরের মানুষ।
১২টা ১ মিনিটে প্রথম বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জনান সাতক্ষীরার সাংসদ সদস্য মহম্মদ লুৎফুল্লাহ। এরপর একে একে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়, সাতক্ষীরার জেলা প্রশাসক, পুলিশ সুপার, স্কুল কলেজের ছাত্রছাত্রী এবং সর্বস্তরের মানুষ।

এ দিন অনেক বিদেশী নাগরীকরাও এসেছিল ভাষা শদীদদের প্রতি শ্রদ্ধা জনাতে।

আরবি.আরপি.২২ ফেব্রুয়ারি, ২০১৮