ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ সাতক্ষীরা কলারোয়ায় আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস পালন

সাতক্ষীরা কলারোয়ায় আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস পালন

0
256

১৯ অক্টোবর, সকাল ১০ টায় কারিতাস কলারোয়া উপজেলার উদ্যোগে আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস পালন করা হয়।

এ উপলক্ষে কয়লা ইউনিয়ন পরিষদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় সভায় সভাপতিত্ব করেন আইসিডিপি ঋষি প্রকল্প ইনচার্জ আনন্দ দাস। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি কর্মকতা মিসেস ফারজনা ইয়াসমিন। এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন সমবায় কর্মকর্তা প্রবির কুমার দাস, কয়লা ইউনিয়নের চেয়ারম্যানসহ বিভিন্ন ক্রেডিট ইউনিয়নের ৩৩০ জন প্রতিনিধি।

সভাপতি আনন্দ দাস বলেন, ক্রেডিট ইউনিয়ন হলো দরিদ্র মানুষের আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে প্রকৃত মডেল। কারিতাসের সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্পের আওতায় গঠিত ক্রেডিট ইউনিয়নগুলি ধীরে ধীরে টেকসই ও স্থায়ীত্বশীলতার দিকে এগিয়ে যাচ্ছে।

তিনি বলেন, নেতৃবৃন্দ তাদের মেধা, মনন ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে ক্রেডিট ইউনিয়নগুলোকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

প্রধান অতিথি ইয়াসমিন বলেন, সমাজের পরিবর্তন ও উন্নয়নের জন্য নরীদের আরো এগিয়ে আসতে হবে। যদিও হাতেগোনা কয়েকজন নারী সরকারের বিভিন্ন দপ্তরে ভাল অবস্থানে থেকে কাজ করছেন, কিন্তু এটা যথেষ্ঠ নয়।
এ দিন বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে ক্রেডিট ইউনিয়ন দিবসের অনুষ্ঠান পালন করা হয়।

আরবি/আরপি/২১ অক্টোবর, ২০১৭