ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৮ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ সাতক্ষীরা কলারোয়ায় আয়কর ক্যাম্প

সাতক্ষীরা কলারোয়ায় আয়কর ক্যাম্প

0
302

রোববার বিকাল ৪টায় কলারোয়া উপজেলার অডিটেরিয়ামে আয় কর ক্যাম্পের উদ্বোধন হয়।

আয়কর ক্যাম্পের সভাপতিত্ব করেন খুলনা অঞ্চলের আয় কর কমিশনার জনাব মো. ইকবাল হোসেন। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার জেলার প্রশাসক জনাব আবুল কাশেম মহিউদ্দিন। বিশেষ অতিথি হিসাবে ছিলেন কলারোয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বসু দেব, কলারোয়া উপজেলা চেয়ারম্যান জনাব ফিরোজ আহম্মেদ স্বপন, উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভিন। এ ছাড়াও এ দিন বিভিন্ন শ্রেণির ব্যবসায়ী, শিল্পপতিরা অনুষ্ঠানে অংশ নেয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন “আয়কর হচ্ছে দেশের সার্বিক চাবিকাঠি। সরকার প্রয়োজনীয় কর আদায়ের মাধ্যমে দেশের উন্নয়ন করছে। কর প্রদানের এবং গ্রহণের ক্ষেত্রে আন্তরিক পরিবেশ গড়ে তুলতে হবে।

তিনি বলেন, ‘কর প্রদান ভীতি সাধারণ মানুষের যেন না থাকে, এ জন্য ব্যাপক সচেতনতা বাড়াতে হবে”।

আয়কর ক্যাম্প ১৭-১৮ সেপ্টেম্বর পর্যস্ত চলবে।

আরবি/আরপি/১৮ সেপ্টেম্বর, ২০১৭