শিরোনাম :
সাতক্ষীরা পল্লীমঙ্গল স্কুল এন্ড কলেজের চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
শুভ হ্যাভেন ॥ সাতক্ষীরা
আজ সকাল ১১টায় সাতক্ষীরা পল্লীমঙ্গল স্কুল এন্ড কলেজের আয়োজনে এক আলোচলা সভা ও চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনার উদ্বোধন করেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
পল্লীমঙ্গল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভাকালে উক্ত ভিত্তিপ্রস্তর উন্মোচন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, ‘আমি সাতক্ষীরাবাসীর উন্নয়নের জন্য জাতীয় সংসদে বহুবার বক্তব্য দিয়েছি। আমি একটি মডেল সাক্ষীরার স্বপ্ন দেখি এবং সেই লক্ষে কাজ করে যাচ্ছি।’
এ ছাড়াও বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার এসএম. আবদুল্লাহ আল মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান, পল্লীমঙ্গল স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ মো. ইউনুস আলী।
উল্লেখ্য, নির্বাচিত বেসরকারী মাধ্যমিক বিদ্যালয় সমূহের উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ২ কোটি ৭৫ লক্ষ টাকা ব্যায়ে চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হচ্ছে।
ডিসিনিউজ/আরপি.এইচডি. ৬ নভেম্বর ২০১৮