শিরোনাম :
সাধারণ সি সি (ক্রেডিট সিলিং) লোন সংক্রান্ত বিশেষ বিজ্ঞপ্তি
দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ, ঢাকা-এর সম্মানিত সকল সদস্য-সদস্যা, কর্মকর্তা, কর্মীবৃন্দ ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্যে জানানো যাচ্ছে যে, ২৯ মার্চ, ২০১৭ খ্রীষ্টাব্দে অনুষ্ঠিত সমিতির পরিচালকমন্ডলী, ক্রেডিট ও সুপারভাইজরি কমিটির ৫ম যৌথ সভায় সমিতির সম্মানিত সদস্য-সদস্যাদের সুবিধার কথা বিবেচনা করে সাধারণ সি সি (ক্রেডিট সিলিং) লোন চালু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যা ১লা এপ্রিল, ২০১৭ খ্রিস্টাব্দ হতে কার্যকর করা হবে।
অতএব, সমিতির সম্মানিত সদস্য-সদস্যাদের সাধারণ সি সি (ক্রেডিট সিলিং) লোন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
এ লোন সম্পর্কে বিস্তারিত জানার জন্য প্রধান কার্যালয়ের এমআইএস সেকশনে বা সেবাকেন্দ্রসমূহে যোগাযোগ করার অনুরোধ জানাচিছ।
সমবায়ী শুভেচ্ছান্তে,
বাবু মার্কুজ গমেজ
প্রেসিডেন্ট
দি সিসিসিইউ লিঃ, ঢাকা।
পংকজ গিলবার্ট কস্তা
সেক্রেটারি
দি সিসিসিইউ লিঃ, ঢাকা।