শিরোনাম :
সাভারের কমলাপুরে মহান সাধু আন্তনীর পর্ব পালন
ডিসিনিউজ।। সাভার
সাভার কমলাপুরে পালন করা হলো মহান সাধু আন্তনীর পর্বোৎসব।
৯ জুন, সাভারের ধরেন্ডা ধর্মপল্লীর কমলাপুর গ্রামে সাধু আন্তনীর চ্যাপেলে এই পর্ব পালন করা হয়। পর্বীয় পবিত্র খ্রিষ্টযাগ উৎসর্গ করেন ঢাকা মহাধর্মপ্রদেশের আর্চবিশপ বিজয় এন. ডি’ক্রুশ ওএমআই।
উপদেশে আর্চবিশপ বিজয় বলেন, সাধু আন্তনী জন্মগ্রহণ করেন পর্তুগালের লিসবনে, কিন্তু তিনি পাদুয়াতে বেশি জনপ্রিয় ছিলেন। সাধু-সাধ্বীগণ পবিত্রতার ঐশ্বরিক শক্তি বহন করেন। তাদের মধ্যে সাধু আন্তনী ছিলেন অন্যতম।
তিনি আরো বলেন, ঈশ্বরের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রজ্ঞার মাধ্যমে স্থাপিত হয়। সাধু আন্তনী প্রজ্ঞা ধারনের জন্য সাধনা করেছিলেন। তিনি নিজের সকল ইচ্ছা, চিন্তা-ভাবনা বাদ দিয়ে ঈশ্বরের প্রজ্ঞার পথে জীবনযাপন করেন। তিনি ছিলেন মহাজ্ঞানী যার স্বীকৃতি স্বরুপ ১৯২৬ সালে পোপ দশম পিউস তাঁকে আচার্য বলে স্বীকৃতি দিয়েছিলেন। তিনি হাত পা যেমন শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ, তেমনি আমরাও মন্ডলীর অঙ্গ-প্রত্যঙ্গ। মন্ডলী হচ্ছে একটা নিরব সমাজ, যার মাধ্যমে আমরা সকলে একত্রিত থাকতে পারি এবং নিয়মের বাইরে সকল অন্যায় কাজ হতে বিরত থাকি।
পর্বীয় খ্রিষ্টযাগে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহাধর্মপ্রদেশের ভিকার জেনারেল ফাদার গাব্রিয়েল কোড়াইয়া, ধরেন্ডা ধর্মপল্লীর পাল-পুরোহিত জয়ন্ত এস. গমেজ, ফাদার মিন্টু এল. পালমা, ঢাকা ক্রেডিটের সেক্রেটারি মাইকেল জন গমেজ।
পবিত্র খ্রিষ্টযাগে অংশগ্রহণ করার জন্য খ্রিষ্টভক্তদের ধন্যবাদ জানান ধরেন্ডা ধর্মপল্লীর পাল-পুরোহিত জয়ন্ত এস. গমেজ।