শিরোনাম :
সাভারে অনুষ্ঠিত হলো গাভী পালন ও গরু মোটাতাজাকরণ প্রশিক্ষণ
ডিসিনিউজ ।। সাভার
সাভারে ঢাকা ক্রেডিটের উদ্যোক্তা সৃষ্টি প্রকল্পের মাধ্যমে অনুষ্ঠিত হলো গাভী পালন ও গরু মোটাতাজাকরণ প্রশিক্ষণ।
৮-৯ নভেম্বর, দুই দিন ব্যাপী ঢাকা ক্রেডিটের সদস্যদের মধ্যে ২০জন এই প্রশিক্ষণে অংশ নেন।
প্রশিক্ষণ বাস্তবায়নকারী ঢাকা ক্রেডিটের অতিরিক্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ডমিনিক রঞ্জন পিউরীফিকেশন প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের উৎসাহ দিয়ে বলেন, ‘আপনাদের সুযোগ রয়েছে নিজেদের জীবনমান উন্নয়ন করার। ঢাকা ক্রেডিট সেই সহযোগিতা আপনাদের দিচ্ছে। আজ যারা এখান থেকে প্রশিক্ষণ নিয়ে খামার দিবেন, তারা নিশ্চয়ই লাভবান হবেন এবং অন্যরাও আপনাদের দেখে উৎসাহিত হবেন।’
দুই দিনের এই প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা প্রাণী-সম্পদ কর্মকর্তা ডাক্তার সাজেদুল ইসলাম, ঢাকা ক্রেডিটের ম্যানেজার বিপুল টি. গমেজ ও প্রবীন পিউরীফিকেশন। প্রশিক্ষণ অধিবেশন সঞ্চালনা করেন সাভার সেবাকেন্দ্রের ইনচার্জ মিল্টন পিনারু।
ঢাকা ক্রেডিটের সদস্যদের আর্থিক স্বচ্ছলতা বৃদ্ধি ও আর্থসামাজিক উন্নয়নের লক্ষে ঢাকা ক্রেডিট উদ্যোক্তা সৃষ্টির উদ্দেশে নিয়মিত এই প্রশিক্ষণের আয়োজন করে যাচ্ছে।