ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৮ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ সাভারে কিশোর গ্যাংয়ের হাতে খ্রিষ্টান যুবক নিহত (ভিডিও)

সাভারে কিশোর গ্যাংয়ের হাতে খ্রিষ্টান যুবক নিহত (ভিডিও)

0
2799

সুমন কোড়াইয়া ॥ সাভার

সাভারে মোবাইলে গেম খেলাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের হাতে খুন হয়েছে জয় হালদার (১৮)। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬ জুন তাঁর মৃত্যু হয়।

এর আগে ১৬ মে রাত নয়টায় সাভারের পলুর মার্কেটে কিশোর গ্যাংয়ের সদস্যরা জয় হালদারসহ তাঁর কয়েকজনবন্ধুকে মাথায়, ঘাড়েসহ শরীরের বিভিন্ন স্থানে লাঠি ও লোহার রড দিয়ে হামলা করে। জয় মাথায় গুরুতরভাবে আঘাত পান।

নিহতের বড় ভাই উজ্জল হালদার একটি মামলা করেন। অভিযুক্তরা হলো আরিফ মিয়া, জয়, আকাশ, সাদ্দাম, তানভির, সওদাগর, নয়ন, সাকিব ও সোহানসহ অজ্ঞাতনামা তিনজন।

নিহত জয়ের বাবা জন হালদার একজন সাধারণ কাঠমিস্ত্র। তাঁদের গ্রামের বাড়ি গোপালগঞ্জের কোটালিপাড়ার বড়ুয়াবাড়ি গ্রামে। তাঁরা রাজাশনে ভাড়া থাকেন তারা। তাঁরা শালোম প্রেসবিটেরিয়ান চার্চের সদস্য। নিহত জয় হালদার ধরেন্ডার সেন্ট যোসেফ স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির ছাত্র।

হাসপাতালে অনেক টাকার বিল হওয়ায় মৃত সন্তানের মরদেহ আনতে অনেকের কাছে হাত পাততে হয়েছে নিহতের বাবা জন হালদারকে।

১২ জুন নিহত জয়ের বাবা-মার সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও, মহাসচিব ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ। এই সময় জয়ের হত্যাকান্ডের প্রতিবাদ ও বিচারের দাবিতে সমাবেশ করার বিষয়ে আলোচনা হয়।

পুলিশ ছয়জনকে গ্রেফতার করলেও পরে তারা জামিনে বের হয়ে যায়। এতে এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের (বিসিএ) নেতৃবৃন্দ ও নিহতের আত্মীয়-স্বজনরা এই হামলার সাথে যারা জড়িত তাদের সকলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

জয়ের মা প্রতিভা হালদার কেঁদে ডিসিনিউজকে বলেন, ‘আমার সন্তানকে যারা হত্যা করেছে তাদের ফাঁসি চাই। আমি চেয়েছিলাম আমার জয় সেন্ট যোসেফ স্কুল থেকে পড়াশোনা করুক কিন্তু ওকে বাঁচতে দিল না। আমার মতো আর কোনো মা যেন না কাঁদে। কেউ যেন ভাই হারা না হয়।’

এই সময় খ্রিষ্টান নেতৃবৃন্দের সাথে উপস্থিত ছিলেন বিসিএ’র সাভার পৌরসভা শাখার প্রেসিডেন্ট মাইকেল জন গমেজ, ভাইস-প্রেসিডেন্ট জেমস রেমন হালদার, সাধারণ সম্পাদক শেখর পিউরীফিকেশন, বিসিএ’র লক্ষ্মীবাজার শাখার সাধারণ সম্পাদক ভিক্টর রে, বিসিএ’র ইউরোপের নেতা লাকি রোজারিও, পাস্টরস ফেলশিপের স্বপন বৈদ্য, জয় হালদারের বাবা জন হালদার, মা প্রতিভা হালদার, ভাই উজ্জল হালদার, সাভারের রাজাশনের শালোম প্রেসবিটেরিয়ান চার্চের পালক রেভা. মাইকেল এম রায়, টিপু হালদার, মিল্টন সরকার, দিলীপ কুমার দত্তসহ আরও অনেকে।