শিরোনাম :
সাভারে ঢাকা ক্রেডিটের আঞ্চলিক শিক্ষা সেমিনার অনুষ্ঠিত
মিল্টন পিনারু ।। সাভার
সাভারে অনুষ্ঠিত হলো ঢাকা ক্রেডিটের আঞ্চলিক শিক্ষা সেমিনার।
সকাল ১০টায় ঢাকা ক্রেডিটের প্রদীপ স্ট্যানলী গমেজ কমিউনিটি সেন্টারে ঢাকা ক্রেডিটে নতুন সদস্য পদ প্রত্যাশীদের নিয়ে এই শিক্ষা সেমিনারের আয়োজন করা হয়।
এ দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের বোর্ড অব ডিরেক্টর পল্লব লিনুস ডি’ রোজারিও। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুপারভাইজরী কমিটির সেক্রেটারি প্রিয়ন্ত সি. গমেজ, সাভার সেবাকেন্দ্রের ইনচার্জ মিল্টন পিনারু, মার্কেটিং বিভাগের জুনিয়র অফিসার স্ট্যানলি হিল্টন দেশা। শিক্ষা সেমিনারে সর্বমোট ২২ জন অংশগ্রহণ করেন।
শিক্ষা সেমিনারে দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ, ঢাকা-এর লক্ষ্য, উদ্দেশ্য, প্রতিষ্ঠা, দর্শন, কর্মএলাকা, কার্যক্রমসমূহ, ঋণ, সফলতা, একজন আদর্শ সদস্য হিসাবে দায়িত্ব ও কর্তব্যসমূহ, ব্যবস্থাপনা পরিষদের পরিচিতি ইত্যাদি নিয়ে বিশদ আলোচনা করা হয়।