ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৮ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট সাভারে ঢাকা ক্রেডিটের নতুন সদস্য হলেন ৩৬ জন

সাভারে ঢাকা ক্রেডিটের নতুন সদস্য হলেন ৩৬ জন

0
438

ডিসিনিউজ ॥ ঢাকা
সাভারে ঢাকা ক্রেডিটের সদস্য হলেন ৩৬ জন, যাঁদের অধিকাংশের গ্রামের বাড়ি উত্তরাঞ্চল ও ময়মনসিংহ ধর্মপ্রদেশে। তাঁরা কর্মসূত্রে সাভারের বিভিন্ন এলাকায় থাকেন।
৫ মার্চ কমলাপুরের নির্মল রোজারিও কমপ্লেক্সের প্রদীপ স্ট্যানলি গমেজ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত শিক্ষা সেমিনারে অংশ নেন নতুন সদস্য প্রাত্যাশীরা। শিক্ষা সেমিনারে অংশ নেওয়ার পর তাঁরা ঢাকা ক্রেডিটের সদস্য হন।


শিক্ষা সেমিনারে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, ঢাকা ক্রেডিটের প্রাক্তন ট্রেজারার বিপুল লরেন্স গমেজ, ঢাকা ক্রেডিটের ডিরেক্ট পল্লব লিনুস ডি’রোজারিও ও সুপারভাইজরি কমিটির সেক্রেটারি প্রিয়ন্ত সি কস্তা। ঢাকা ক্রেডিটের সাভার সেবাকেন্দ্রের ইনচার্জ প্রদীপ এল দাসের সঞ্চালনায় শিক্ষা সেমিনারের মূল অংশ পরিচালনা করেন ঢাকা ক্রেডিটের সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া। তিনি ঢাকা ক্রেডিটের ইতিহাস, বিভিন্ন প্রডাক্ট ও প্রকল্পের বিষয়ে ধারণা দেন এবং এই সমিতির সদস্য হয়ে বিভিন্ন সেবা গ্রহণ করে নিজেদের আর্থসামাজিক অবস্থা উন্নয়নের পরামর্শ দেন।


সমিতির সেক্রেটারি মি: কোড়াইয়া বলেন, ‘সমবায় সমিতিতে আমাদের ঋণের চেয়ে সঞ্চয় বেশি করতে হবে। উন্নয়নমূলক কাজের জন্য শুধু ঋণ নিবেন।’ তিনি বিয়ে, জন্মদিন, বিবাহ বার্ষিকীর মতো সামাজিক ও পারিবারিক অনুষ্ঠানের জন্য ঋণ নিতে নিরুৎসাহিত করেন। এ ছাড়া তিনি ব্যয় করার আগে একটি অংশ সঞ্চয় করে রাখার জন্য পারামর্শ দেন যা ভবিষ্যতে সংকটের সময় কাজে লাগবে অথবা নিজের ভবিষ্যৎ সমৃদ্ধশালী হবে।
ঢাকা ক্রেডিটের প্রাক্তন ট্রেজারার বিপুল লরেন্স গমেজ সদস্যদের বলেন, ‘আপনারা এমন খাতের জন্য ঋণ উত্তোলন করবেন যা দিয়ে আপনি আয় করতে পারবেন এবং ঋণের টাকা পরিশোধ করতে পারবেন।’ এ ছাড়া তিনি অন্যকে জামিন দানের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেন।
শিক্ষা সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন ঢাকা ক্রেডিটের ডিরেক্টর পল্লব লিনুস ডি’রোজারিও। তিনি নতুন সদস্য প্রত্যাশীদের বলেন, ‘ঢাকা ক্রেডিটের পরিবারে আপনাদের স্বাগত। এই সমিতিতে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল সেবা পেয়ে থাকে। আশা করি আপনারা সেই সেবা পেয়ে নিজেদের জীবন মান পরিবর্তন করতে পারবেন।’


শেষে শিক্ষা সেমিনারে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান ঢাকা ক্রেডিটের সুপারভাইজরি কমিটির সেক্রেটারি প্রিয়ন্ত সি কস্তা। তিনি নতুন সদস্যদের উদ্দেশে বলেন, ‘আপনারা নিজে নিয়মিত ঢাকা ক্রেডিটের সাথে লেনদেন করবেন। অফিসের সাথে যোগাযোগ রাখবেন। কোনো ধরনের গুজবে কান দিবেন না।’
উল্লেখ্য, ঢাকা ক্রেডিটের রয়েছে ৮২টি প্রডাক্ট ও প্রকল্প। সমিতির প্রধান কার্যালয়সহ ১২টি সেবাকেন্দ্রের মধ্য দিয়ে সিমিতির প্রায় ৪৩ হাজার সদস্য সেবা লাভ করছেন।