শিরোনাম :
সাভার ওয়াইএমসিএ’র বার্ষিক সাধারণ সভা ও শপথগ্রহণ
নিজস্ব প্রতিবেদক:
সফলভাবে অনুষ্ঠিত হলো সাভার ওয়াইএমসিএ’র বার্ষিক সাধারণ সভা। সেই সাথে নবদ্যোমে শপথবাক্য উচ্চারণ করলেন নতুন সদস্যরা।
১৩ সেপ্টেম্বর, সাভার ওয়াইএমসিএ মাল্টিপারপাস বিল্ডিং-এর হলরুমে সকাল ১১টায় ১৫তম বার্ষিক সাধারণ সভা ও শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। এ সময় সাভার ওয়াইএমসিএ’র পক্ষ থেকে ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজকে সম্মাননা জানানো হয়।
সাভার ওয়াইএমসিএর সভাপতি তপন টি. রোজারিওর সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভা ও শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের ট্রেজারার বিপুল লরেন্স গমেজ, বোর্ড অব ডিরেক্টর আগস্টিন প্রতাপ গমেজ, ঢাকা ন্যাশনাল ওয়াইএমসিএর সেক্রেটারি জেনারেল নিপুন সাংমাসহ সাভার ওয়াইএমসিএর পরিচালনা পর্ষদ, স্থানীয় সম্মান্বিত ব্যক্তিবর্গ ও ওয়াইএমসিএর সদস্যরা।
সভাপতির বক্তব্যে তপন রোজারিও বলেন, সময়ের পরিক্রমায় সাভার ওয়াইএমসিএ ৩২ বছরে পদার্পণ করেছে। বিগত সময়ে ওয়াইএমসিএকে অনেকে নেতৃত্ব দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়েছেন। বর্তমান পরিচালনা পর্ষদও বিভিন্ন কার্যক্রম হাতে নিয়ে তা সুন্দরভাবে বাস্তবায়ন করেছে এবং মানুষের হৃদয় জয় করেছে।
‘আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ঢাকা ক্রেডিট ও এশিয়া প্যাসিফিক এলায়েন্স অব ওয়াইএমসিএস-এর প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ। তিনি সামনে থেকে ওয়াইএমসিএ আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন। সাভার ওয়াইএমসিএর মাল্টিপারপাস বিল্ডিং তার অবদান। তিনি দেওগাঁও নিজস্ব জমি দান করেছেন বলেই এখানে ভবন নির্মাণ সম্ভব হয়েছে। এ ছাড়াও তাঁর সহধর্মিনী মার্সিয়া মিলি গমেজ এই ভবন নির্মাণে আর্থিক সহযোগিতা করেছেন। তাদের এই অবদান ওয়াইএমসিএ সব সময় স্মরণ করবে,’ বলেন সভাপতি তপন রোজারিও।
ঢাকা ক্রেডিট ও এশিয়া প্যাসিফিক এলায়েন্স অব ওয়াইএমসিএসর প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ বলেন, ওয়াইএমসিএ যুব উন্নয়নের পাশাপাশি ঐশরাজ্য বিস্তারেও কাজ করছে। ওয়াইএমসিএর দায়িত্বে থাকা অনেক কষ্টকর। কারণ, প্রতি মাসেই এর কার্যক্রমের জবাব দিতে হয়। সাভার ওয়াইএমসিএর বয়স ৩২ বছর হলেও, সেই তুলনায় বিগত ৭-৮ বছরের সাভার ওয়াইএমসিএর বেশি উন্নয়ন হয়েছে। ওয়াইএমসিএ প্রধানত সচেতনতারও কাজ করে। এ ছাড়াও বিগত সময়ে সড়ক উন্নয়ন, জলাশয় ভরাট, রানাপ্লাজার ভিকটিমদের অসহায় শিশুদের শিক্ষার খরচ বহনসহ নানা মানবিক ও সমাজিক উন্নয়নে কাজ করে চলেছে।
এ সময় তিনি মাদক ব্যবহারের জন্য সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়ে বলেন, ছেলেমেয়েদের যত বেশি খেলাধুলা ও সংস্কৃতির মধ্যে সংযুক্ত করতে পারবেন, সন্তানরা ততই মাদক থেকে দূরে থাকবে।
‘আমাদের সন্তানেরা দেশ ছেড়ে চলে যাচ্ছে। আমাদের সচেতন হতে হবে এবং দেশেই অনেক কিছু করার সুযোগ-সুবিধা সৃষ্টি করতে হবে। যারা শিক্ষা-সংস্কৃতি বিষয়ে অংশ নিতে বিদেশে যায়, তারা ফিরে এসে নতুন কিছু করতে পারে। কোনো কিছু করার আগে, আমাদের নিজেদেরই আগে শক্ত অবস্থান থাকতে হবে। যারা বোর্ডে রয়েছেন, তারা অনেক কিছুই করেছেন। এখন আপনারা জনগণকে বলেন পাশে থাকতে, তারা ঠিকই এগিয়ে আসবে’ বলেন প্রেসিডেন্ট গমেজ।
এ দিন জাতীয় পতাকা উত্তোলন করে বার্ষিক সাধারণ সভা ও শপথগ্রহণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। এর পর পর্যায়ক্রমে সাধারণ সভার কার্যক্রম অব্যাহতভাবে এগিয়ে যায়। অনুষ্ঠানে নতুন সদস্যরা নবউদ্যোমে শপথবাক্য উচ্চারণ করেন। সাভার ওয়াইএমসিএসহ সারা বিশ্বে ওয়াইএমসিএ আন্দোলনে অবদান রাখার জন্য এ সময় ঢাকা ক্রেডিট ও এশিয়া প্যাসিফিক এলায়েন্স অব ওয়াইএমসিএস-এর প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজকে সম্মাননা জানানো হয়।
‘আমাদের সন্তানেরা দেশ ছেড়ে চলে যাচ্ছে। আমাদের সচেতন হতে হবে এবং দেশেই অনেক কিছু করার সুযোগ-সুবিধা সৃষ্টি করতে হবে। যারা শিক্ষা-সংস্কৃতি বিষয়ে অংশ নিতে বিদেশে যায়, তারা ফিরে এসে নতুন কিছু করতে পারে। কোনো কিছু করার আগে, আমাদের নিজেদেরই আগে শক্ত অবস্থান থাকতে হবে। যারা বোর্ডে রয়েছেন, তারা অনেক কিছুই করেছেন। এখন আপনারা জনগণকে বলেন পাশে থাকতে, তারা ঠিকই এগিয়ে আসবে’ বলেন প্রেসিডেন্ট গমেজ।
এ দিন জাতীয় পতাকা উত্তোলন করে বার্ষিক সাধারণ সভা ও শপথগ্রহণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। এর পর পর্যায়ক্রমে সাধারণ সভার কার্যক্রম অব্যাহতভাবে এগিয়ে যায়। অনুষ্ঠানে নতুন সদস্যরা নবউদ্যোমে শপথবাক্য উচ্চারণ করেন। সাভার ওয়াইএমসিএসহ সারা বিশ্বে ওয়াইএমসিএ আন্দোলনে অবদান রাখার জন্য এ সময় ঢাকা ক্রেডিট ও এশিয়া প্যাসিফিক এলায়েন্স অব ওয়াইএমসিএস-এর প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজকে সম্মাননা জানানো হয়।
আরো পড়ুন:
কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও’র বিশপীয় অভিষেক আজ
সমবায়ে প্রতিনিধির মাধ্যমে নির্বাচন ও বার্ষিক সাধারণ সভা বাতিলের আবেদন গ্লোরিয়া ঝর্ণার