ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট সাভার ওয়াইএমসিএ -এর ১৭ তম বার্ষিক সাধারণ সভা ও শপথগ্রহণ

সাভার ওয়াইএমসিএ -এর ১৭ তম বার্ষিক সাধারণ সভা ও শপথগ্রহণ

0
195

ডিসিনিউজ।।সাভার

সফলভাবে অনুষ্ঠিত হলো সাভার ওয়াইএমসিএ’র বার্ষিক সাধারণ সভা। সেই সাথে নবদ্যোমে শপথবাক্য উচ্চারণ করলেন নতুন কমিটি। ১০ মার্চ, সাভার ওয়াইএমসিএ -এর কার্যালয়ে সকাল ১০টায় ১৭তম বার্ষিক সাধারণ সভা ও শপথগ্রহণ অনুষ্ঠিত হয়।

সাভার ওয়াইএমসিএর সভাপতি তপন টমাস রোজারিওর সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভা ও শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, সেক্রেটারি মাইকেল জন গমেজ, বাংলাদেশ খ্রিষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট নির্মল রোজারিও,  ন্যাশনাল ওয়াইএমসি -এর প্রেসিডেন্ট জনি হিউবার্ট রোজারিও, ন্যাশনাল ওয়াইএমসিএর সেক্রেটারি জেনারেল নিপুন সাংমা, এপিআই জেন্ডার কমিটির সদস্য মার্সিয়া মিলি গমেজ, ধরেন্ডা প্যারিস কাউন্সিলের সেক্রেটারি প্রতাপ গমেজসহ সাভার ওয়াইএমসিএর পরিচালনা পর্ষদ, ধরেন্ডা ক্রেডিট এর নেত্বৃন্দসহ স্থানীয় সম্মান্বিত ব্যক্তিবর্গ ও ওয়াইএমসিএর সদস্যরা।

এ দিন জাতীয় পতাকা উত্তোলন করে বার্ষিক সাধারণ সভা ও শপথগ্রহণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিগণ। এরপর পর্যায়ক্রমে সাধারণ সভার কার্যক্রম অব্যাহতভাবে এগিয়ে যায়। সাধারন সম্পাদকের প্রতিবেদন এবং কোষাধ্যক্ষের প্রতিবেদন পাঠ এবং অনুমোদন এবং বিবিধ আলোচনা শেষ হওয়ার পর বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় এবং নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচিত নতুন সদস্যরা নবউদ্যোমে শপথবাক্য পাঠ করেন। সাভার ওয়াইএমসিএ -এর ভাইস প্রেসিডেন্ট শিপু পরিমল কস্তার ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাভার ওয়াইএমসি -এর সেক্রেটারি রনেল ফ্রান্সিস কস্তা। অনুষ্ঠানে ঢাকা ক্রেডিটের নবনির্বাচিত প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া এবং নবনির্বাচিত সেক্রেটারি মাইকেল জন গমেজকে ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়।

অনুষ্ঠান শেষে ধরেন্ডা গির্জায় ঢাকা ক্রেডিট এবং বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের পক্ষে ঢাকা ক্রেডিটের প্রাক্তন ট্রেজারার পল সিকদারের সামাধিতে ফুলের শ্রদ্ধা প্রদান করেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, সেক্রেটারি মাইকেল জন গমেজ, বাংলাদেশ খ্রিষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট নির্মল রোজারিও, সাভার ওয়াইএমসিএ -এর ডিরেক্টর শেখর গিলবার্ট পিউরীফিকেশন এবং বাংলাদেশ খ্রিষ্টান এসোসিয়েশনের সদস্য ভিক্তর রে।