শিরোনাম :
সাভার ওয়াইএমসিএ মাল্টিপারপাস ভবনের শুভ উদ্বোধন
সাভার দেওগাঁও এলাকায় উদ্বোধন করা হলো ওয়াইএমসিএ’র মাল্টিপারপাস ভবন।
১৯ জানুয়ারি সকাল সাড়ে দশটায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এশিয়া প্যাসিফিক এলায়েন্স অব ওয়াইএমসিএস’র প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ উপস্থিত থেকে এই ভবনের শুভ উদ্বোধন করেন।
এর আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
ওয়াইএমসিএ একটি যুবসগঠন। এর মাধ্যমে সাভার এলাকায় উল্লেখযোগ্য পরিমান কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। প্রেসিডেন্ট বাবু মার্কজ গমেজ এবং সহধর্মিনী মার্সিয়া মিলি গমেজ সাভার ওয়াইএমসিএ’র কার্যক্রম আরো ত্বরান্বিত করতে জমি প্রদান করেন। সেখানেই এই মাল্টিপারপাস ভবন নির্মাণ করা হয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে প্রেসিডেন্ট মার্কুজ বলেন, ‘সারা বিশ্বে ওয়াইএমসিএ মানব সেবায় কাজ করে যাচ্ছে। বাংলাদেশেও স্বাধীনতার পূর্বে এবং পরে গুরুত্বপূর্ণ কাজ করে গেছে এবং এখনো করে যাচ্ছে। বাংলাদেশে সাভার ওয়াইএমসিএ অনেক গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালনা করছে। যে কারণে সাভার ওয়াইএমসি’র প্রতি আমার সমর্থন ও ভালবাসাও রয়েছে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মার্সিয়া মিলি গমেজ, ঢাকা ক্রেডিটের ট্রেজারার বিপুল এল. গমেজ, ডিরেক্টর প্রতাপ আগস্টিন গমেজ, ধরেন্ডা ধর্মপল্লীর পাল-পুরোহিত আলবাট রোজারিও, ধরেন্ডা ক্রেডিটের প্রেসিডেন্ট মাইকেল জন গমেজ, বিলাশ বি. গমেজ, ঢাকা জাতীয় ওয়াইএমসিএ’র সেক্রেটারি নিপুন সাংমা, প্রদীপ স্ট্যানলী গমেজ, হেমন্ত পালমা, যোসেফ ডি’কস্তা, ৪ নং ইউনিয়ন পরিষদের মেম্বর ওয়াদুদ আকন, স্থানীয় কমিশনার ও অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাভার ওয়াইএমসিএ’র প্রেসিডেন্ট তপন টি. রোজারিও।
অনুষ্ঠান শেষে ধন্যবাদ বক্তব্য রাখেন সাভার ওয়াইএমসিএ’র ভাইস-প্রেসিডেন্ট ডা. মার্সেল পেরেরা।
অনুষ্ঠানে ফিতা কেটে প্রধান অতিথি এবং বিশেষ অতিথিরা ভবনের শুভ উদ্বোধন করেন। এরপর তাঁরা ভবন পরিদর্শন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি এবং ভবন নির্মাণে অন্যান্য যারা সহযোগিতা দিয়েছেন তাদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।