শিরোনাম :
সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন পোপ ফ্রান্সিস
স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন পোপ আজ সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন পোপ।
খ্রিস্টান সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিসকে বরণ করে নিতে ব্যাপক প্রস্তুতি নিয়েছিলেন সাভার জাতীয় স্মৃতিসৌধ কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকাল ৩টায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। সেখান থেকে সরাসরি সড়কপথে তিনি যান জাতীয় স্মৃতিসৌধে । পোপ স্মৃতিসৌধে পৌঁছে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় তিনি শহীদদের স্মরণে এক মিনিটের নীরবতা পালন করেন। তাঁকে তিন বাহিনীর গার্ড অব অনার দেয়া হয়। শ্রদ্ধা নিবেদন শেষে পোপ পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
পরে তিনি স্মৃতিসৌধে একটি নাগেশ্বর চাপা গাছের চারা রোপন করেন। সাভার থেকে ঢাকার ধানমণ্ডিতে গিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন পোপ। বঙ্গবন্ধু জাদুঘর থেকে বঙ্গভবনে যান পোপ ফ্রান্সিস।
সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর তিনি রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে একান্ত বৈঠক যান বঙ্গভবনে। বঙ্গভবনের দরবার হলে মন্ত্রিপরিষদের সদস্য, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও কূটনীতিকদের উপস্থিতিতে এক অনুষ্ঠানে তিনি বক্তব্য দেবেন। রাতে বারিধারার ভ্যাটিকান দূতাবাসে থাকবেন পোপ ফ্রান্সিস।
এর পূর্বে দুপুর ২:৫৫ মিনিটের পোপ ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন এবং রাষ্ট্রপতি আব্দুল হামিদ তাকে রাষ্ট্রীয় অভ্যর্থনা জানান।
আরবি/আরপি/৩০ নভেম্বর, ২০১৭