শিরোনাম :
সাভার জাতীয় স্মৃতিসৌধ এবং জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন
নবনিযুক্ত কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও সিএসসি শ্রদ্ধা জানালেন জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ৭১-এ শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি। একটি প্রতিনিধি দল নিয়ে কার্ডিনাল প্যাট্রিক সাভার স্মৃতিসৌধ এবং বঙ্গ বন্ধুর প্রতিকৃতিতে ফুলের স্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
১০ ডিসেম্বর, শনিবার সকাল ৮টায় কাকরাইল থেকে গাড়িবহরে কার্ডিনাল এবং তাঁর প্রতিনিধি দল রওনা হন সাভার স্মৃতিসৌধের অভিমুখে। কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও সিএসসির সাথে ছিলেন, ঢাকার সহকারী বিশপ শরৎ ফ্রান্সিস গমেজ, ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ, সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিওসহ ভারত থেকে আগত অতিথি আর্চবিশপ, ফাদার, সিস্টারসহ অন্যান্য খ্রিস্টভক্তরা।
স্মৃতিসৌধে কার্ডিনাল প্যাট্রিক এবং প্রতিনিধি দল শহীদদের শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পন করেন। এ সময় কার্ডিনাল প্যাট্রিক শহীদদের আত্মার চিরশান্তি কামনা, দেশের মধ্যে সম্প্রীতি রক্ষাসহ বিশ্ব শান্তির জন্য প্রার্থনা করেন। শ্রদ্ধা নিবেদনকালে কার্ডিনালসহ সকলে জাতীয় সঙ্গীতের মাধ্যমে শহীদদের সম্মান প্রদর্শন এবং তাঁদের অমরকীর্তি স্মরণ করেন।
শ্রদ্ধা নিবেদনের পর কার্ডিনাল প্যাট্রিক এবং প্রতিনিধি দল স্মৃতিসৌধ প্রাঙ্গণে ক্রিস্টমাস গাছের চারা রোপণ করেন।
স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর কার্ডিনাল এবং প্রতিনিধি দল জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩২ নম্বর বাড়ির অভিমুখে রওনা হন।
কার্ডিনাল এবং প্রতিনিধি দল এসময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। এখানে প্রতিনিধি দলের সাথে ঢাকা হাইজিং সোসাইটির চেয়ারম্যান আগস্টিন ফিউরীফিকেশন যোগ দেন।
এ সময় কার্ডিনাল জাতির জনকের আত্মার চিরশান্তি কামনা করে বিশেষ প্রার্থনা করেন। শ্রদ্ধা নিবেদন শেষে কার্ডিনাল এবং প্রতিনিধি দল বঙ্গবন্ধুর বাস ভবন (বর্তমানে যাদুঘর) পরিদর্শন করেন।
প্রসঙ্গত, ৯ ডিসেম্বর নবনিযুক্ত কার্ডিনাল প্যাট্রিককে কাথলিক মন্ডলীর পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়। ১৯ ডিসেম্বর, ভাতিকানে পোপ ফ্রান্সিস কর্তৃক কার্ডিনাল প্যাট্রিক আনুষ্ঠানিকভাবে কার্ডিনালের দায়িত্ব গ্রহণ করেন। এর পূর্বে ৯ অক্টোবর, দয়াবর্ষে পোপ ফ্রান্সিস ঢাকার আর্চবিশপ প্যাট্রিককে কার্ডিনাল হিসেবে ঘোষণা দেন।
আরবি/আরপি/১০ ডিসেম্বর, ২০১৬