শিরোনাম :
সাভার YMCA এর ১৪ তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন
শুক্রবার (১২ মে) সাভার ইয়াং মেন্স খ্রীষ্টিয়ান এসোসিয়েশনের অফিসে তাদের ১৪তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট এবং এশিয়া ফ্যাসিফিক এলায়েন্স অব ওয়াইএমসিএস’র প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ।
সাধারণ সভা ও নির্বাচন উদ্ধোধনকালে প্রেডিসেন্ট গমেজ বলেন, বিগত বছরগুলো পার করে আজকের এই অবস্থানে আসাটা YMCA এর জন্য একটি অনেক বড় চ্যালেঞ্চ ছিল এবং ভবিষ্যতে বর্তমান প্রেসিডেন্ট তপন রোজারিওর নেতৃত্বে আরও অনেকদূর এগিয়ে যাবে।
এ সময় তিনি সকল যুবকদের YMCA এর পতাকাতলে আসার জন্য আহ্বান জানান। প্রেসিডেন্ট গমেজ AGM এর পর নতুন কার্যকরী পরিষদ গঠনকালে অবশ্যই ৩/৪ জন নারী সদস্য অন্তর্ভুক্ত করার জন্য পরামর্শ দেন এবং নতুন কার্যকরী পরিষদের নেতৃত্বে একদিন সাভার YMCA হবে পুরো পৃথিবীর রোল মডেল বলে আসাবাদ ব্যক্ত করেন।এই সময় প্রেসিডেন্ট গমেজ YMCA এর প্রতিষ্ঠাতা স্যার জর্জ উইলিয়ামকে স্মরণ করেন।
সাধারণ সভায় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ খ্রীষ্টিয়ান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিত্ত ও মহাসচিব ইগ্নেসিয়াস হেমন্ত কোড়াইয়া, ঢাকা ক্রেডিটের ট্রেজারার বিপুল লরেন্স গমেজ, সাভার ওয়াইএমসিএর প্রেসিডেন্ট তপন রোজারিওসহ আরও অনেকে।
আরবি/আরপি/ ১২ মে, ২০১৭