শিরোনাম :
সারা দিল্লিজুড়ে বাতাসে ধোঁয়াশার আস্তরণ
ভারতের রাজধানী দিল্লি ও এর আশেপাশে বায়ু দূষণের মাত্রা ব্যাপক বেড়েছে। দূষণের কারণে ঘন ধোঁয়াশা চরম বিপজ্জনক মাত্রায় পৌঁছেছে। মঙ্গলবার সারা দিল্লিজুড়ে বাতাসে দেখা যাচ্ছে ধোঁয়াশার আস্তরণ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, শহরের কিছু এলাকায় দৃষ্টিগোচরতার মাত্রা স্বাভাবিকতার চেয়ে ৩০ গুণ কমেছে।
ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (আইএমএ) এ পরিস্থিতিকে ‘জরুরি চিকিৎসা অবস্থা’ বলে ঘোষণা দিয়েছে। এই ‘ভয়াবহ পরিস্থিতি’ নিয়ন্ত্রণে সরকারকে যথাযথ পদক্ষেপ দ্রুত নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
সংস্থার প্রধান কৃষ্ণকুমার আগারওয়াল বলেছেন, ‘আমরা দিল্লির পরিস্থিতি নিয়ে চরম সতর্কতার কথা জানিয়েছি। পরিবেশ-পরিস্থিতি এমন হয়েছে, যে তা মানুষের স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত মারাত্মক।’
সিস্টেম অব এয়ার কোয়ালিটি ওয়েদার ফোরকাস্টিং অ্যান্ড রিসার্চের ওয়েবসাইটে জানানো হয়েছে, মঙ্গলবার কিছু এলাকায় ক্ষুদ্র কণার পরিমাণ প্রতি কিউবিক মিটারে ৭০০ মাইক্রোগ্রাম ছিল।
দিল্লির পরিস্থিতি নিয়ে মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। টুইটারেই তিনি শিক্ষামন্ত্রী মণীশ সিসৌদিয়াকে স্কুল বন্ধ করে দেওয়ার পরামর্শ দেন। এরপরই শিক্ষামন্ত্রী ঘোষণা করেছেন বুধবার সব প্রাথমিক স্কুল বন্ধ থাকবে।
দিল্লিতে দূষণ এড়াতে গাড়ির পার্কিং ফি চারগুণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। জনসাধারণ যাতে গাড়ি নিয়ে রাস্তায় কম যাতায়াত করেন, সেই জন্যই এই পদক্ষেপ করা হচ্ছে । পরিবেশ সংক্রান্ত কমিটির সুপারিশ মতোই এই পদক্ষেপ করা হচ্ছে।
আরবি/আরপি/৮ নভেম্বর, ২০১৭