শিরোনাম :
সারা দেশে শিক্ষার্থীদের উচ্ছ্বাস : এসএসসির ফল প্রকাশ
সারাদেশে আজ বৃহস্পতিবার এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বেলা দুইটায় শিক্ষা প্রতিষ্ঠানসহ, সরকারি ওয়েবসাইট ও মুঠোফোনে নির্ধারিত পদ্ধতিতে ফলাফল প্রকাশ করা হয়।
এবার সারাদেশে জিপিএ ৫ পেয়েছে এক লাখ ৪ হাজার ৭৬১ জন শিক্ষার্থী। গত বছরের তুলনায় এই সংখ্যা পাঁচ হাজার কমেছে। ২০১৬ সালে সারা দেশে ‘জিপিএ ৫’ পেয়েছিল ১ লাখ ৯ হাজার ৭৬১ জন।
দিনাজপুরের সেন্ট ফিলিপস্ হাইস্কুল এন্ড কলেজের ছাত্র রিপন দাস ডিসিনিউজকে বলেন ”জিপিএ ৫ পেয়ে খুবই আনন্দ লাগছে, বাবা মায়ের কঠোর পরিশ্রমের সামান্য প্রতিদান দিতে পেরেছি। মেধার সঠিক পরিচর্যার পাশাপাশি জীবনে সামনের দিকে এগিয়ে যেতে চাই। প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসতে চাই আমিও, হতে চাই একজন ব্যাংকার।”
বরিশাল অক্সর্ফোড মিশন হাইস্কুলের ছাত্র সৈকত বৈদ্য জানান ”বাবা নেই, মায়ের কষ্টের কিছুটা দাম দিতে পেরেছি। মা আমার ফলাফলে আজ অনেক খুশি। আমারও ভাল লাগছে, মাকে খুশি করতে পেরে”
সাভার গার্লস স্কুলের জোহানা সরকার পর্ণা বলেন “একটুর জন্যে জিপিএ ৫ পাইনি তবে আমি আমার রেজাল্টে খুশি, বাবা মাকেও খুশি করতে পেরেছি।
২০১৭ সালের এসএসসি পরীক্ষায় আটটি সাধারন শিক্ষা বোর্ডের মধ্যে রাজশাহী বোর্ডে পাসের হার সবচেয়ে বেশি। আর কুমিল্লা বোর্ডে পাসের হার সবচেয়ে কম।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার ১০ বোর্ডে গড় পাসের হার ৮০ দশমিক ৩৫ শতাংশ। আর আটটি সাধারন শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৮১ দশমিক ২১ শতাংশ।
আটটি সাধারন শিক্ষা বোর্ডের মধ্যে রাজশাহী বোর্ডে পাসের হার ৯০ দশমিক ৭০ শতাংশ। দ্বিতীয় অবস্থানে ঢাকা বোর্ডে পাশের হার ৮৬ দশমিক ৩৯ শতাংশ। দিনাজপুর বোর্ডে পাসের হার ৮৩ দশমিক ৯৮ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৮৩ দশমিক ৯৯ শতাংশ, সিলেট বোর্ডে ৮০ দশমিক ২৬ শতাংশ, যশোর বোর্ডে ৮০ দশমিক শূন্য ৪ শতাংশ, বরিশাল বোর্ডে ৭৭ দশমিক ২৪ শতাংশ ও কুমিল্লা বোর্ডে ৫৯ দশমিক শূন্য ৩ শতাংশ।
এ ছাড়া মাদ্রাসা বোর্ডে (দাখিল) পাসের হার ৭৬ দশমিক ২০ শতাংশ এবং কারিগরি বোর্ডে (ভকেশনাল) পাসের হার ৭৮ দশমিক ৬৯ শতাংশ।
আরবি/আরপি/৪মে, ২০১৭