ঢাকা ,
বার : মঙ্গলবার
তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট সিএমএম কোর্টের কর্মকর্তা-কর্মচারীদের জন্য ঢাকা ক্রেডিটের করোনার সুরক্ষা সামগ্রী প্রদান (ভিডিয়ো)

সিএমএম কোর্টের কর্মকর্তা-কর্মচারীদের জন্য ঢাকা ক্রেডিটের করোনার সুরক্ষা সামগ্রী প্রদান (ভিডিয়ো)

0
479

ডিসিনিউজ || ঢাকা

চীফ মোট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) কোর্ট, ঢাকা-এর কর্মচারী-কর্মকর্তাদের জন্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করেছে বাংলাদেশের সর্ববৃহৎ সমবায় সমিতি ঢাকা ক্রেডিট।

চীফ মোট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট, ঢাকা এর মোট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী গ্রহণের পর  ডিসিনিউজকে বলেন, ‘ঢাকা ক্রেডিট সিএমএম কোর্টের কর্মচারী-কর্মকর্তাদের করোনাকালীন সুরক্ষা সামগ্রী হিসেবে সার্জিক্যাল মাস্ক ও কেএননাইন্টিফাইভ মাস্ক দিয়েছে। সিএমএম কোর্ট এর কর্মচারী-কর্মকর্তাদের অনেক মানুষের সঙ্গে মিশতে হয়। এই সুরক্ষাসামগ্রীর মধ্য দিয়ে তাঁরা অনেক উপকৃত হবেন। এগুলো দেওয়ার জন্য আমি ঢাকা ক্রেডিটকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’

১৩ আগস্ট সুরক্ষা সামগ্রী প্রদানের সময় ঢাকা ক্রেডিটের পক্ষে সিএসএম কোর্টে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের প্রধান নির্বাহী কর্মকর্তা লিটন টমাস রোজারিও ও ঢাকা ক্রেডিটের আইনবিষয়ক পরামর্শক অ্যাডভোকেট শাহীন বোপারী।

পূর্বেও ঢাকা ক্রেডিট থেকে সিএমএম কোর্টের পরিছন্নতা  অক্ষুন্ন রাখার লক্ষ্যে উল্লেখযোগ্য সংখ্যক ডাস্টবিন এবং একটি বেঞ্চ প্রদান করা হয়।