ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ সিলেটে তিন দিনের আন্তঃমান্ডলিক ঐক্য বিষয়ক প্রশিক্ষণ

সিলেটে তিন দিনের আন্তঃমান্ডলিক ঐক্য বিষয়ক প্রশিক্ষণ

0
400

সিবিসিবি খ্রীষ্টিয় ঐক্য ও আন্তঃধর্মীয় সংলাপ কমিশনের উদ্যোগে সিলেট ধর্মপ্রদেশে অনুষ্ঠিত হল তিন দিন ব্যাপী আন্তঃমান্ডলিক ঐক্য বিষয়ক প্রশিক্ষণ।

পরিচালনায় ছিলেন খ্রীষ্টিয় ঐক্য ও আন্তঃধর্মীয় সংলাপ কমিশনের সভাপতি ও সিলেট ধর্মপ্রদেশের বিশপ বিজয় এন. ডি’ক্রুজ,  খ্রীষ্টিয় ঐক্য ও আন্তঃধর্মীয় সংলাপ কমিশনের সেক্রেটারী ফাদার প্যাট্রিক গমেজ। সহযোগীতায় ছিলেন খ্রীষ্টিয় ঐক্য ও

সংলাপ কমিশনের সহকারী সেক্রেটারী সিষ্টার স্বপ্না বি গমেজ সিআইসি ও সিলেট ধর্ম্প্রদেশের সমন্বয়কারী ফাদার পিউস পডুয়েং ওএমআই।

অনুষ্ঠানটিতে আরও উপস্থিত ছিলেন সিলেট ধর্মপ্রদেশের ভিকার জেনারেল ফাদার স্ট্যানিসলাউস গমেজ, খুলনা ধর্মপ্রদেশের সমন্বয়কারী ফাদার জেমস মন্ডল, চট্টগ্রাম ধর্মপ্রদেশের সমন্বয়কারী ফাদার সুশান্ত কস্তা, ঢাকা মহাধর্ম্প্রদেশ থেকে ফাদার লেনার্ড রোজারিও, ময়মনসিংহ ধর্মপ্রদেশ থেকে ফাদার টিটুস মৃ, ব্রাদার গিয়ম তেইজে, ফাদার দীলিপ এস কস্তা, ফাদার মিন্টু পালমা, ফাদার ইউজিন আঞ্জুস সিএসসি, রেভা: মার্টিন হীরা মন্ডল (ডীন, বল্লবপুর ডীনারী, চার্চ অব বাংলাদেশ, কুষ্টিয়া)।
২০ সেপ্টেম্বর, বেকল সাড়ে ৪টায় প্রদ্বীপ প্রজ্বলনের মাধ্যমে প্রশিক্ষণের উদ্বোধন ঘোষণা করেন বিশপ বিজয় ডি এন. ডি’ক্রুজ। এসময় বিভিন্ন ধর্মপ্রদেশ থেকে আগত প্রতিনিধিরাও প্রদ্বীপ প্রজ্বলন করেন।

তিন দিন ব্যাপী এ অনুষ্ঠানে আন্ত:মান্ডলিক ঐক্য সম্পর্কে ধারনা, মন্ডলীগুলোর বিচ্ছেদ বিভেদের ইতিহাস, দ্বিতীয় ভাটিকান মহাসভার দলিল,  প্রাচ্য ও এশিয়া মন্ডলীগুলোর সম্পর্কে ধারনা, মিশ্র বিবাহ, মান্ডলীক খ্রীষ্টিয় ঐক্য প্রচেষ্টার আন্দোলনের ইতিহাস, মন্ডলীর উপাসনা ও সংস্কারীয় জীবন, বিভিন্ন মন্ডলীর উপর সম্যক ধারনাসহ আরও বিভিন্ন বিষয় নিয়ে সহভাগিতা ও আলোচনা করা হয়।

আরবি.এমি.২৩ সেপ্টেম্বর ২০১৮