ঢাকা ,
বার : বুধবার
তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১১ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ সিলেটে ধর্মপ্রদেশীয় যুব দিবস পালন

সিলেটে ধর্মপ্রদেশীয় যুব দিবস পালন

0
471

‘যুব শ্রেণিঃ বিশ্বাস ও আহবান নির্ণয়’ এই মুলসূরকে সামনে রেখে সিলেট ধর্মপ্রদেশীয় যুব কমিশনের উদ্যোগে এবং জাতীয় যুব কমিশন, ওয়ার্ল্ড ভিশন এপিসি ও কারিতাস সিলেট অঞ্চল এর সহযোগিতায় ১৮- ২০ অক্টোবর সিলেট বিশপস হাউজে অনুষ্ঠিত হয় তিন দিনব্যাপী ধর্মপ্রদেশীয় যুব দিবস।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিমাই ধর্মপল্লীর পাল পুরোহিত যোসেফ গমেজ ওএমআই।

এছাড়াও উপস্থিত ছিলেন খাদিম ধর্ম্পল্লী থেকে ফাদার সুবাস কস্তা ওএমআই, লক্ষীপুর ধর্মপল্লীর সহকারী পাল-পুরোহিত ও লক্ষীপুর মিশন স্কুলের প্রধান শিক্ষক সাগর রোজারিও ওএমআই,  সিলেট ধর্মপ্রদেশের যুব সম্মন্বয়কারী ফাদার পিউস পডুয়েং, কারিতাস সিলেট অঞ্চলের রিজিওনাল ম্যানেজার পিউস নানোয়ার ও বনিফাস খংলা।

এছাড়াও সিলেট ধর্মপ্রদেশের বিভিন্ন ধর্মপল্লী থেকে প্রায় ১৬০ জন যুবক যুবতী উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

উক্ত দিবসের  লোগো উন্মোচন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন প্রধান অতিথি ফাদার যোসেফ গমেজ এবং সিলেট ধর্মপ্রদেশের যুব সম্মন্বয়কারী ফাদার পিউস পডুয়েং।

ফাদার যোসেফ গমেজ যুবাদের উদ্দেশে বলেন, ‘তোমাদের আমি সূর্যের সাথে তুলনা করি। তোমারা পরিবারের জন্য, সমাজের জন্য সূর্যের মত। আকাশের  মেঘের মত, তোমাদের জীবনেও বাধা আসবে।সূর্যের মত তোমাদেরও নিজ আলোয়, নিজ মূল্যবোধে জ্বলে উঠতে হবে, পরিবারের জন্য, জাতির জন্য, সমাজের জন্য জ্বলে উঠতে হবে।’

এছাড়াও অন্যান্য  অতিথিরাও উক্ত অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন।

তিনদিন ব্যাপী এ সেমিনারে যুবাদের জীবনাহ্বান, নেতৃত্বসহ বিভিন্ন বিষয়ে শিক্ষা দেন বিভিন্ন ধর্মপল্লীর ফাদার, ব্রাদারগণ।

উল্লেখ্য, নতুন ধর্মপ্রদেশ হওয়ার পর এবারই প্রথম ধর্মপ্রদেশীয় যুব দিবসের আয়োজন করা হয়।

আরবি.এএম. ২০ অক্টোবর ২০১৮