শিরোনাম :
সুন্দরের প্রত্যাশায় পরিবেশ সুরক্ষায় যুবাদের একাত্মতাঃ জাতীয় যুব সম্মেলন
“বিপন্ন পরিবেশঃ সুন্দরের প্রত্যাশায় পরিবেশ সুরক্ষায় যুবাদের একাত্মতা” মূলসুর নিয়ে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার লক্ষীপুরে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ কাথলিক স্টুডেন্টস্ মুভমেন্ট (বিসিএসএম) এর ২২তম জাতীয় ছাত্র সম্মেলন।
বুধবার থেকে রোববার (২৭ সেপ্টেম্বর- ১ অক্টোবর) পর্যন্ত যুব দিবসের সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সারা বাংলাদেশ থেকে ১৮০ জন কলেজ, বিশ^বিদ্যালয় পড়–য়া শিক্ষার্থী অংশ নিয়েছে।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খ্রিষ্টানদের প্রধান ধর্মগুরু কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও সিএসসি।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ‘যে পৃথিবীতে আমাদের নিবাস, যে এলাকায় আমাদের অবস্থান, যে বসতবাড়িতে আমরা বাস করি সেখানকার প্রকৃতি কত অপব্যবহার ও কত দুর্ব্যবহারে আক্রান্ত! আমাদের আশেপাশের প্রকৃতি আজ চিৎকার করে বিলাপ করছে।’
প্রকৃতির মধ্যে দেখি বায়ু দূষণ; বন-বৃক্ষ নিধনে বাতাসে কার্বন-ডাই-অক্সাইড; ত্রুটিপূর্ণ ও মাত্রাতিরিক্ত যানবাহন এবং নির্গত হচ্ছে কালো ধোঁয়া। পানি দূষণের ফলে পানীয় জলের অভাব; পানি যতটাই দুর্গন্ধ ততটাই বিবর্ণ; অন্যদিকে গৃহস্থলি বর্জ্য, শিল্প বর্জ্য, মাত্রাতিরিক্ত সার ব্যবহার, জলাবদ্ধতা, প্রয়োজন মতো পয়ঃনিষ্কাশন ও বর্জ্য পরিশোধন ব্যবস্থাপনার অভাবসহ নানাবিধ কারণে প্রতিনিয়ত পানি দূষিত হচ্ছে।’ বলেন কার্ডিনাল প্যাট্রিক।
পোপ মহোদয়ের উক্তি দিয়ে তিনি আরো বলেন, ‘পরিবেশ রক্ষার জন্য সর্বশ্রেষ্ঠ নীতি হিসেবে পোপ মহোদয় “সমন্বিত পরিবেশ”, অর্থাৎ পরিবেশকে সামগ্রিক বা অখন্ডভাবে দেখার নীতির বিষয়ে কথা বলেছেন। প্রকৃতি ও পরিবেশকে মানবতা, পরিবার ও নগরায়ন, প্রভৃতি থেকে বিচ্ছিন্ন করে কেবল মাত্র বাসের স্থান বলে বিবেচনা করা যাবে না। “সমন্বিত পরিবেশ” ভাবনা হতে হবে ন্যায়বিচারের নতুন নীতি।
ইন্টারন্যাশনাল মুভমেন্ট অব কাথলিক স্টুডেন্টস’র এশিয়া প্যাসিফিক এর সমন্বয়কারী রাভি তিশেরা বলেন, এখানে আসতে পেরে নিজেকে খুব আশির্বাদিত মনে করছি।’
বাংলাদেশে এটি একটি নতুন অভিজ্ঞতা উল্লেখ্য করে তিনি বলেন, এখানে যুবাদের দেখে আমি আমার কাজের জন্য অনেক অনুপ্রেরণা লাভ করেছি।
সিলেট ধর্মপ্রদেশের বিশপ বিজয় এন. ডি’ক্রুজ বলেন, “আমি অত্যন্ত আনন্দিত যে বিসিএসএম এর সৌজন্যে আজ লক্ষীপুর মিশনে আমরা কার্ডিনাল মহোদয়কে আমাদের মাঝে প্রথমবারের মতো পেয়েছি।”
কার্ডিনালকে রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘আপনি রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছেন, তাদের জন্য প্রার্থনা করেছেন, আমাদের সবার উচিৎ মানবতার ও রোহিঙ্গাদের পাশে দাঁড়ানো এবং তাদেরকে সাহায্য করা।
বিসিএসএম সভাপতি উইলিয়াম নকরেক বলেন, ‘বাংলাদেশের প্রকৃতির অন্যতম উপাদান হচ্ছে বন ও বন্যপ্রাণী। বিভিন্ন অঞ্চলের বন ও বন্যপ্রাণী মিলে গড়ে উঠেছে নানা ধরনের প্রতিবেশ ব্যবস্থা। বন ও বন্যপ্রাণী ক্ষতিগ্রস্থ হলে পরিবেশ-প্রতিবেশ ব্যবস্থার ওপর নেমে আসে বিপর্যয়। প্রকৃতিতে এদের ভূমিকা সম্পর্কে সঠিক জ্ঞানের অভাবে প্রতিনিয়ত বন ও বন্যপ্রাণী ধ্বংস হচ্ছে। বন ধ্বংস, অবৈধ বন্যপ্রাণী শিকার, দারিদ্র্যতা, অপরিকল্পিত নগরায়ণ, শিল্প কারখানার দূষণে বাংলাদেশের পরিবেশ আজ বিপর্যস্ত। এর সঙ্গে যুক্ত হয়েছে জলবায়ু পরিবর্তনের প্রভাব।
তিনি বলেন, ‘প্রাকৃতিক ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস আর দাবদাহে যতটা পরিবেশের ক্ষতি হয় তার চেয়েও শতগুণ বেশি হয় মানবসৃষ্ট কারণে। প্রকৃতির ওপর দায়বোধ, সচেতনতা আর সর্বগ্রাসী মুনাফার লোভে মানুষ নিজের জীবনকে বিষিয়ে তুলছে পরিবেশ ধ্বংস করে। শুধু বন ধ্বংস ছাড়াও পরিবেশ দূষণের জন্য দায়ি হচ্ছে অপরিকল্পিত নগরায়ণ, বর্জ্য অব্যবস্থাপনা, বায়ুদূষণ, শব্দদূষণ, পুকুর, খাল ও নদী ভরাটে বিপর্যস্ত পরিবেশ। ফলে জনস্বাস্থ্য হুমকির মুখে।
এ দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিলেটের বিশপ বিজয় এন. ডি’ক্রুজ ওএমআই, এপিসকপাল যুব কমিশনের চেয়ারম্যান, বরিশালের বিশপ সুব্রত লরেন্স হাওলাদার সিএসসি, লক্ষীপুর ধর্মপল্লীর পাল-পুরোহিত রবি রবার্ট রোজারিও ওএমআই, সিলেট ধর্মপ্রদেশের যুব সমন্বয়কারী ফাদার ব্রুসলি লামিন ও কারিতাস বাংলাদেশের সিলেট অঞ্চলের পরিচালক যোয়াকিম গমেজ প্রমুখ।
বিভিন্ন শিক্ষামূলক প্রশিক্ষণ, আলোচনা এবং সহভাগিতার মাধ্যমে ১ অক্টোবর জাতীয় যুব সম্মেলন শেষ হয়।
আরবি/আরপি/ ২ অক্টোবর, ২০১৭