ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে থেমিস বা লেডি জাস্টিসের ভাস্কর্য অপসারণের দাবি

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে থেমিস বা লেডি জাস্টিসের ভাস্কর্য অপসারণের দাবি

0
339

`‌আমার লাখ টাকা খরচ হইলেও আপসোস নাই, কিন্তু এইডা অপসারন হইলে আমাদের শান্তি।’ শুক্রবার (২১ এপ্রিল) জুম্মার নামাজের পরে বায়তুল মোকারম মসজিদের সামনে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী কুড়িগ্রাম থেকে আসা মো. আলতাফ  হোসেন (৫০) এ কথা বলছিলেন। ।

দেশের বিভিন্ন জেলা থেকে আসা হাজার হাজার মানুষ বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন। তাদের দাবি সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে গ্রিক মূর্তি সরাতে হবে। চুয়াডাঙ্গা থেকে আসা আব্দুল সামাদ (৩৮) ডিসিনিউজকে বলেন “আমাদের মুসলমানের দায়িত্ব ওই মূর্তি সরানো, তাই আমরা এখানে এসেছি।

গত ১১ ডিসেম্বর হেফাজতে ইসলামের নেতাদের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে অনুষ্ঠিত হেফাজতসহ অন্য ধর্মীয় নেতারা সেই বৈঠকে মূর্তি সরানোর দাবি তুললে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন “ভাস্কর্য আমারও পছন্দ নয়। এরপর হেফাজতে ইসলামের এ দাবি আরো জোরালো হতে শুরু করে।

বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অবস্থিত থেমিস বা লেডি জাস্টিসের মূর্তিটি প্রজ্ঞা ও ভাল পরামর্শের নিদর্শন।

শাড়িপড়া চোখবাঁধা এ মূর্তিটির হাতে একটি তলোয়ার আছে। চোখ বাঁধা মূর্তিটি নিরপেক্ষতা ও ন্যায় বিচারের প্রতিনিধিত্ব করে।

ন্যায় বিচারের প্রতীক হিসেবে আদালতগুলোর প্রাঙ্গণে এই থেমিস মূর্তিটি স্থাপন করা হয় যা প্রজ্ঞা ও ভাল পরামর্শের নিদর্শন বহন করে। আদালত প্রাঙ্গণ থেকে প্রজ্ঞা ও ভাল পরামর্শের নিদর্শন মূর্তি সরানোর দাবি কতটা যুক্তিযুক্ত তা এখন সময়ে দাবি।

আরবি/আরপি/এপ্রিল, ২০১৭